Viral: ঝোপের মধ্যে এত বড় ওটা কী? নীল রঙের ডিম! বাড়ি নিয়ে আসার ৫০ দিন ডিম ফুটে থেকে কী বেরিয়ে এল জানেন? দেখে সবার চোখ ছানাবড়া
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Viral: পার্কে হাঁটছিলেন এক দম্পতি। পার্কের ঝোপঝাড়ের আড়ালে পড়ে থাকতে দেখেন একটি ঘন নীলরঙের একটি ডিম।
পার্কে হাঁটছিলেন এক দম্পতি। পার্কের ঝোপঝাড়ের আড়ালে পড়ে থাকতে দেখেন একটি ঘন নীলরঙের একটি ডিম। নীলরঙের ডিম? শুনে অদ্ভুত লাগলেও এই ঘটনা সত‍্যিই ঘটেছে। আর সেই ডিম ফুটে বেরিয়ে এসেছে একটি অদ্ভুতদর্শন বাচ্চা!
advertisement
কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়। এ ঘটনা সত‍্যিই ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী এক দম্পতির সঙ্গে। পার্কে হাঁটতে গিয়ে তারা রাস্তার পাশে একটি উজ্জ্বল নীলরঙের ডিম দেখতে পান। ডিমটি এত বড় ছিল যে এটি দেখে স্ত্রী তৎক্ষণাৎ তা তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলেন। এই ঘটনার ভিডিও বর্তমানে আলোড়ন ফেলেছে নেট মাধ‍্যমে।
advertisement
সচরাচর ডিমের রং নীল হয় না। নীল রঙের ডিম থেকে কোন প্রাণী বের তাও জানতেন না ওই দম্পতি। কিন্তু ৫০ দিন অপেক্ষার পর ঘটল এমন এক ঘটনা, যা দেখে সকলের চোখ ছানাবড়া!
advertisement
নীল রঙের ডিমটির আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট‍্য ছিল এর আকার। ওই ডিমের আকার সাধারণ মুরগির ডিমের প্রায় দশ গুণ বড় ছিল। রংটা খানিকটা নীলচে সবুজ বলেও কারও কারও মত। (Representative Image)
advertisement
ডিমের অদ্ভুত আকার, রং দেখে ওই দম্পতির কৌতুহল আরও বেড়ে যায়। তাঁরা ডিমটি সযত্নে রেখে দেন। পাশাপাশি ডিমটি যাতে সুরক্ষিত থাকে সেদিকেও যত্ন নিতে থাকেন।
advertisement
ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে দম্পতি জানতে পারেন এই ডিম হল এমু পাখির ডিম। এমু পাখি একটি বিশালাকার পাখি। ডিমটি ইনকিউবেটরে রাখা হয়, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৪০-৫০% রাখা হয়। প্রতিদিন ডিমটি ঘোরানো হত এবং ক্যান্ডলিং করে দেখা হত যে ভিতরে বিকাশ সঠিক হচ্ছে কিনা।
advertisement
৫০ দিনের অপেক্ষার সেই ডিম ফেটে বেরিয়ে আসে ফুটফুটে এমু পাখির ছানা। দম্পতি ভালবেসে তার নাম রেখেছে ‘ব্লু’। ব্লু বর্তমানে অনেকটাই বড় হয়েছে। দিব‍্যি ছুটে বেড়ায়।
advertisement