বার বার পদপিষ্ট হওয়ার ঘটনা বর্ধমান স্টেশনে! যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন, কী বলছে পূর্ব রেল?
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Indian Raiways: আগেও ঘটেছিল, আবার পদপিষ্টের ঘটনা ঘটল বর্ধমান রেল স্টেশনে। এই ঘটনায় কমপক্ষে ছয় যাত্রী আহত হয়েছেন। এই ঘটনার পর যাত্রী নিরাপত্তায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে কি বলছে পূর্ব রেল কর্তৃপক্ষ?
বর্ধমান: আগেও ঘটেছিল, আবার পদপিষ্টের ঘটনা ঘটল বর্ধমান রেল স্টেশনে। এই ঘটনায় কমপক্ষে ছয় যাত্রী আহত হয়েছেন। এই ঘটনার পর যাত্রী নিরাপত্তায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে কি বলছে পূর্ব রেল কর্তৃপক্ষ?
ঘটনার পর রবিবার সন্ধ্যায় পূর্ব রেলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ধমান স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মে স্বাভাবিক চলাচলের সময় একজন মহিলা ভারসাম্য হারিয়ে ফেললে এফওবির সিঁড়িতে পড়ে যান। এফওবিতে মহিলার পড়ে যাওয়ার পর, তার ওজন এফওবির সিঁড়িতে থাকা অন্যান্য যাত্রীদের উপরও চলে যায়। পরে তারাও ভারসাম্য হারিয়ে ফেলেন।
advertisement
advertisement
প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ এবং রেলওয়ে কর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা করেন। রেলওয়ের ডাক্তাররাও উপস্থিত ছিলেন। এই ঘটনায় দু’জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন যাদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। বর্ধমান স্টেশনে সমস্ত ট্রেন স্বাভাবিকভাবে আসছে বা ছেড়ে যাচ্ছে। যদিও যাত্রীরা বলছেন, ভিড়ে পুরোপুরি দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অন্তত ছ’জন পদপিষ্ট হয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
advertisement
বর্ধমান স্টেশনে হুড়োহুড়ি ঠেলাঠেলি পদপিষ্টের ঘটনা এই প্রথম নয়, এর আগেও পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অথচ বারবার যে কারণে দুর্ঘটনা ঘটছে তা মেটাতে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি রেল কর্তৃপক্ষকে। এক যাত্রী বলেন, “রবিবার ছুটির দিনের বিকেলে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অফিস দিনে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে যাত্রীদের পড়তে হয় তা সহজেই অনুমেয়”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 9:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বার বার পদপিষ্ট হওয়ার ঘটনা বর্ধমান স্টেশনে! যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন, কী বলছে পূর্ব রেল?