জলে ভেসে যাচ্ছে গন্ডার, হাতি! প্রাণ বাঁচাতে হাহাকার বন্যপ্রাণীদের, দেখুন ভিডিও

Last Updated : উত্তরবঙ্গ
জলঢাকা নদীর জল বাড়ায় জল ঢুকে পড়েছে গরুমারা জাতীয় উদ্যানের একাধিক এলাকায়। একাধিক বন্যপ্রাণী এসে আশ্রয় নিয়েছে জাতীয় উদ্যান লাগোয়া রামশাই এলাকায়। বন দফতরের তরফে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির জেরে একটি গন্ডারের দেহ উদ্ধালর করা হয়েছে। ভেসে যাওয়া একটি হস্তিশাবক এবং হরিণকে বাঁচান সাধারণ মানুষ। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকদের ফেরাতে হাতিরও সাহায্য নিচ্ছেন স্থানীয়রা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/উত্তরবঙ্গ/
জলে ভেসে যাচ্ছে গন্ডার, হাতি! প্রাণ বাঁচাতে হাহাকার বন্যপ্রাণীদের, দেখুন ভিডিও
advertisement
advertisement