Instagram Reels-First: ইনস্টাগ্রাম মানেই এবার শুধু রিল? ভারতে আসছে বড় আপডেট, ফিডে আগে দেখা যাবে শুধু রিল
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Instagram Reels-First: ইনস্টাগ্রাম ভারতে নতুন 'রিলস-ফার্স্ট মোবাইল এক্সপেরিয়েন্স'-এর টেস্টিং শুরু করেছে। এই আপডেটে প্ল্যাটফর্ম খোলার সঙ্গে সঙ্গেই রিল দেখতে পাবেন ইউজাররা।
advertisement
আর এবার ইনস্টাগ্রাম তাদের প্ল্যাটফর্মে আরও বেশি লোককে রিল বা ছোট ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি নতুন আপডেট নিয়ে আসতে চলেছে। নতুন আপডেটটি ভারতের মোবাইল ইউজারদের জন্য উপলব্ধ হবে, একে বলা হচ্ছে রিল-ফার্স্ট মোবাইল এক্সপেরিয়েন্স। দেশের সীমিতসংখ্যক ইউজারের মধ্যে এর টেস্টিং শুরু হয়েছে, যা আগামী কয়েক মাসের মধ্যে পাবলিক রোল আউট হয়ে সব ইউজারের কাছে পৌঁছে যাবে। কেবল ছোট ভিডিওর জনপ্রিয়তার কারণেই নয়, বিজ্ঞাপন এবং অন্যান্য আয়ের উৎসের কারণেও রিল দিনে দিনে ইনস্টাগ্রামের মূল ফাংশন হয়ে উঠেছে।
advertisement
ইনস্টাগ্রাম ভারতে রিলগুলির ক্ষেত্রে আরও নতুন পরিকল্পনা গ্রহণ করছে- ভারতের ইউজারদের জন্য মোবাইলে রিলস-ফার্স্ট অভিজ্ঞতা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি এর উপরেই ফোকাস দিতে চায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। চালু হয়ে গেলে কেউ যখন ইনস্টাগ্রাম খুলবেন, তখন সরাসরি সমস্ত রিল দেখতে পাবেন।
advertisement
advertisement
advertisement
কিন্তু এখানে বিষয়টি অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ। রিল আজকাল ইনস্টাগ্রামের প্রচণ্ডই জনপ্রিয় ফিচার এবং প্রতিদিন ৪.৫ বিলিয়নেরও বেশি বার রিল শেয়ার হওয়ার পরিসংখ্যান থেকে বোঝা যায় যে এই ফিচারটি খুবই জোরদার হবে। ইউজাররা যাঁদের অনুসরণ করেন, যাঁদের অনুসরণ করেন না সবার রিল-ই তো তাঁদের ফিডে আজকাল চলে আসে। রিলস-ফার্স্টের ক্ষেত্রে কী হতে চলেছে, এখন কেবল সময়ই তার উত্তর দিতে পারবে!