Kojagari Lakshmi Puja Rituals: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, বাংলার ঘরে ঘরে কোন কোন রূপে পূজিতা হন ধনদেবী? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kojagari Lakshmi Puja Rituals: বাংলার ঘরে ঘরে এই ধরনের নানা রূপে পূজিত হন ধন দেবী লক্ষ্মী! জেনে নিন সেগুলি কি কি
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাংলার ঘরে ঘরে নানা রূপে পূজিত হন ধনদেবী লক্ষ্মী। আশ্বিন মাসের পূর্ণিমা মানেই বাংলার ঘরে ঘরে আগমন ঘটে কোজাগরীর। পারিবারিক নিজস্ব ঐতিহ্য ও রীতি মেনে নানা ভাবে মা লক্ষ্মীকে আহ্বান করা হয়। কোথাও মাটির প্রতিমা, কোথাও ঘট, কোথাও আড়ি লক্ষী তো কোথাও লক্ষ্মীর সরা রেখেই চলে আরাধনা।
advertisement
advertisement
*প্রতিমা না থাকলেও ঘটলক্ষ্মী পুজোও কম জনপ্রিয় নয়। পিতল বা মাটির ঘট জলে পূর্ণ করে, তার মুখে আমপাতা ও ডাব বসিয়ে ঘটে দেবীর অধিষ্ঠান হতেও দেখা যায়। ঘটের চারপাশে ধান, চাল, ফলমূল, প্রদীপ দিয়ে সাজানো হয়। শস্যলক্ষ্মী রূপে নতুন ধান, আখ, কলা, কুমড়ো, তিল ইত্যাদি শস্য সাজিয়ে দেবীর প্রতীকী প্রতিমা গঠনেরও নজির রয়েছে।
advertisement
advertisement
advertisement