Durga Puja: চলতি বছর দুর্গা পুজোতে এক অভিনব থিম নিয়ে হাজির নাট্য সংসদ ক্লাব। ৩৫ তম বর্ষে এবার তাদের থিম 'আত্মশুদ্ধি' অর্থাৎ মানুষের আত্মার যে শুদ্ধিকরণ, সেই প্রক্রিয়াকেই দুর্গা পুজোর থিমের মাধ্যমে তুলে ধরে নজর কাড়তে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
Last Updated: Sep 29, 2025, 17:11 IST


