Darjeeling Road Closed: উত্তরবঙ্গ বিপর্যস্ত প্রবল বর্ষণে! শিলিগুড়ি-দার্জিলিং-কালিম্পংয়ের কোন রাস্তা খোলা, কোনটা বন্ধ? দেখে নিন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Road Closed: দুধিয়া ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। রোহিণী রোডে ধস নামায় শিলিগুড়ি–দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) তিস্তার জলে প্লাবিত ও ধসে আচ্ছন্ন, ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং-এর সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ। দার্জিলিং–কালিম্পং রোডেও ধস নামায় আপাতত বন্ধ যোগাযোগ।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তৈরি হয়েছে বিপর্যয়ের পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির সঙ্গে একাধিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে ধস ও নদীর জলবৃদ্ধির কারণে। পর্যটকদের দুর্ভোগ চরমে, যদিও প্রশাসন বিকল্প পথ খুঁজে বার করে চলছে যাতায়াত স্বাভাবিক রাখার চেষ্টা।
advertisement
*কোন কোন রাস্তা বন্ধ? দুধিয়া ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। রোহিণী রোডে ধস নামায় শিলিগুড়ি–দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) তিস্তার জলে প্লাবিত ও ধসে আচ্ছন্ন, ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং-এর সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ। দার্জিলিং–কালিম্পং রোডেও ধস নামায় আপাতত বন্ধ যোগাযোগ।
advertisement
advertisement
advertisement