DVC Water Discharge : ডিভিসি'র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন
- Published by:Nayan Ghosh
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
DVC Water Discharge : ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন। সতর্ক রয়েছে প্রশাসন।
বর্ধমান, শরদিন্দু ঘোষ : পুজো শেষ হতে না হতেই ফের বড় দুর্যোগের মুখোমুখি বাংলা। বাংলার উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টিপাত নাজেহাল অবস্থা। উত্তরবঙ্গে গিয়েছে প্রাণ। অন্যদিকে ভারী বৃষ্টির ফলে ভয়ঙ্কর রূপ নিয়েছে দামোদর। জলাধারগুলি থেকে প্রচুর পরিমামে জল ছাড়ছে ডিভিসি। ফলে দক্ষিণবঙ্গের একা বড় অংশে প্লাবনে আশঙ্কা দেখা দিয়েছে।
ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন। পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। ডিভিসি জল ছাড়ার কারণে দামোদরে জল বাড়ছে। তাই জামালপুর ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে।
আরও পড়ুন : প্রথম বন্যার ক্ষত সারেনি এখনও, তার মাঝেই ভয়াল বেগে বইছে শীলাবতী! কৃষিজমির অবস্থা দেখলে কান্না পাবে
advertisement
advertisement
জামালপুর ব্লকের সিয়ালি, মাঠসিয়ালী, কোরা ও মইদিপুর এলাকা এর আগে ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে আগাম সর্তক করা হচ্ছে স্থানীয়দের। ভারী বৃষ্টির কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়ছে ডিভিসি। ফলে কানায় কানায় বইছে দামোদর। তাই যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাবধান করা হয়েছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন : বিশাল দুর্গা বানিয়ে চমক, কিন্তু বিসর্জন করতে গিয়ে ফ্যাসাদে পড়লেন উদ্যোক্তারা! অভিনব উপায়ে দেবীকে বিদায়
advertisement
অন্যদিকে নদী তীরবর্তী এলাকার মানুষজন বলছেন, এমনিতেই চলতি বছরে বারবার ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি থেকে শুরু করে কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। পুজোর পর কছুটা স্বাস্তির আশা করেছিলেন সকলে। কিন্তু ভারী বৃষ্টির ফলে আবার পরিস্থিতি জটিল হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 05, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DVC Water Discharge : ডিভিসি'র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন