Hooghly News: পুজো মিটতেই বিপর্যয়! আরামবাগ-খানাকুলে বাড়ছে প্লাবনের আশঙ্কা, আতঙ্কে সাধারণ মানুষ

Last Updated:

Hooghly Flood Situation: একদিকে ডিভিসির ছাড়া জল, অন্যদিকে দোসর বৃষ্টি। আরামবাগ ও খানাকুলের নদী তীরবর্তী এলাকার মানুষের আতঙ্ক বাড়ছে। সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

প্লাবনের শঙ্কা ক্রমশ বাড়ছে
প্লাবনের শঙ্কা ক্রমশ বাড়ছে
খানাকুল, হুগলি, শুভদীপ ঘোষঃ উৎসবের আমেজ এখনও পুরোপুরি কাটেনি। দুর্গাপুজো সম্পন্ন হতেই লক্ষ্মীপুজোর তোড়জোড় শুরু হয়েছে। এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে দুর্যোগের ছবি। ডিভিসির ছাড়া জল ও বৃষ্টির জোড়া ফলায় আরামবাগ ও খানাকুলে প্লাবনের শঙ্কা ক্রমশ বাড়ছে।
দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, নানা জেলায় দেখা যাচ্ছে একই ছবি। দক্ষিণবঙ্গের চিত্রটাও খুব একটা আলাদা নয়। রবিবার দুপুর থেকে আরামবাগ ও খানাকুলে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হচ্ছে। এর ফলে মুণ্ডেশ্বরী নদীর জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ এখনও কমায়নি।
আরও পড়ুনঃ ডায়না নদীর বাঁধে ভাঙন, নদীগর্ভে তলিয়েছে রাস্তা! ভুটান পাহাড়ে ফের ভারী বৃষ্টি হলে..! বাড়ছে উদ্বেগ
একদিকে ডিভিসির ছাড়া জল, অন্যদিকে দোসর বৃষ্টি। ফলে আরামবাগ ও খানাকুলের নদী তীরবর্তী এলাকার মানুষের আতঙ্ক বাড়ছে। আরও কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকলে নতুন করে বানভাসি হওয়ার সম্ভাবনা প্রবল বলে খবর। সব মিলিয়ে, সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
advertisement
advertisement
উৎসবের মরশুমের মাঝেই বাংলায় দুর্যোগের পরিস্থিতি। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের নানা প্রান্তে ‘খেল’ দেখাচ্ছে আবহাওয়া। ডিভিসির ছাড়া জল ও বৃষ্টির জোড়া ফলায় আরামবাগ ও খানাকুলে প্লাবনের শঙ্কা ক্রমশ ঊর্ধ্বমুখী। নদী তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পুজো মিটতেই বিপর্যয়! আরামবাগ-খানাকুলে বাড়ছে প্লাবনের আশঙ্কা, আতঙ্কে সাধারণ মানুষ
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement