কিডনি পাচারে গ্রেফতার আইনজীবী! বাঁশদ্রোণীর বাসিন্দা আইনজীবীকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। কিডনি পাচার চক্রে আগেই গ্রেফতার হয় পাঁচজন। সেই পাঁচজনকে জেরা করে আইনজীবীর নাম সামনে আসে। জানা যায়, ২০১৪ থেকে চক্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত ধৃত আইনজীবী
Last Updated: June 07, 2025, 19:02 IST


