WhatsApp-এ কি কেউ আপনাকে ব্লক করেছেন? এই ভাবে আপনি সহজেই জেনে ফেলতে পারবেন

Last Updated:
কিন্তু WhatsApp-এ কেউ ব্লক করেছে কি না, সেটা জানার উপায় রয়েছে। কয়েকটি বিষয় দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।
1/8
বিশ্ব জুড়ে কোটি কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করছেন। আর ডিজিটাল যুগে WhatsApp-এর মাধ্যমে যে কোনও ব্যক্তির কাছে সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। তবে অনেক সময় কোনও কারণে অনেকেই নিজের কন্ট্যাক্ট লিস্টে থাকা কিছু ইউজারকে ব্লক করে দিয়ে থাকেন। তবে ব্লক করলেও যাঁকে ব্লক করা হচ্ছে, তিনি কিন্তু সেটা জানতে পারেন না।
বিশ্ব জুড়ে কোটি কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করছেন। আর ডিজিটাল যুগে WhatsApp-এর মাধ্যমে যে কোনও ব্যক্তির কাছে সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। তবে অনেক সময় কোনও কারণে অনেকেই নিজের কন্ট্যাক্ট লিস্টে থাকা কিছু ইউজারকে ব্লক করে দিয়ে থাকেন। তবে ব্লক করলেও যাঁকে ব্লক করা হচ্ছে, তিনি কিন্তু সেটা জানতে পারেন না।
advertisement
2/8
কিন্তুWhatsApp-এ কেউ ব্লক করেছে কি না, সেটা জানার উপায় রয়েছে। কয়েকটি বিষয় দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। রইল নিম্নলিখিত সেই পদ্ধতি।
কিন্তুWhatsApp-এ কেউ ব্লক করেছে কি না, সেটা জানার উপায় রয়েছে। কয়েকটি বিষয় দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। রইল নিম্নলিখিত সেই পদ্ধতি।
advertisement
3/8
কন্ট্যাক্টের লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস যাচাই:ধরা যাক, আগে কোনও ব্যবহারকারী নিজের কন্ট্যাক্ট লিস্টের কারও লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস পরীক্ষা করতে পারতেন। কিন্তু তিনি এখন সেটা পারছেন না। তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়েছে।
কন্ট্যাক্টের লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস যাচাই:ধরা যাক, আগে কোনও ব্যবহারকারী নিজের কন্ট্যাক্ট লিস্টের কারও লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস পরীক্ষা করতে পারতেন। কিন্তু তিনি এখন সেটা পারছেন না। তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়েছে।
advertisement
4/8
কন্ট্যাক্ট স্টেটাস আপডেট:হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে ব্লকড ব্যবহারকারী সংশ্লিষ্ট কন্ট্যাক্টের স্টেটাস দেখতে পারবেন না। ব্যবহারকারী যদি দীর্ঘ সময়ের জন্য তাঁর কন্ট্যাক্টে থাকা কারওর স্টেটাস দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়ে থাকতে পারে।
কন্ট্যাক্ট স্টেটাস আপডেট:হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে ব্লকড ব্যবহারকারী সংশ্লিষ্ট কন্ট্যাক্টের স্টেটাস দেখতে পারবেন না। ব্যবহারকারী যদি দীর্ঘ সময়ের জন্য তাঁর কন্ট্যাক্টে থাকা কারওর স্টেটাস দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়ে থাকতে পারে।
advertisement
5/8
ব্ল্যাঙ্ক প্রোফাইল পিকচার:ব্যবহারকারী যদি নিজের কন্ট্যাক্টের কারওর প্রোফাইল পিকচার দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়েছে। যদিও কখনও কখনও কিছু WhatsApp ব্যবহারকারী নিজেদের প্রোফাইল পিকচার ব্ল্যাঙ্ক রাখতেই পছন্দ করেন।
ব্ল্যাঙ্ক প্রোফাইল পিকচার:ব্যবহারকারী যদি নিজের কন্ট্যাক্টের কারওর প্রোফাইল পিকচার দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়েছে। যদিও কখনও কখনও কিছু WhatsApp ব্যবহারকারী নিজেদের প্রোফাইল পিকচার ব্ল্যাঙ্ক রাখতেই পছন্দ করেন।
advertisement
6/8
পাঠানো মেসেজের উপর টিক চিহ্ন:ধরা যাক, ব্যবহারকারী WhatsApp-এ নিজের কোনও পরিচিতিকে মেসেজ করেছেন। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও যদি সেই মেসেজের উপর এখনও গ্রে টিক দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়েছে।
পাঠানো মেসেজের উপর টিক চিহ্ন:ধরা যাক, ব্যবহারকারী WhatsApp-এ নিজের কোনও পরিচিতিকে মেসেজ করেছেন। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও যদি সেই মেসেজের উপর এখনও গ্রে টিক দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, তাঁকে ব্লক করা হয়েছে।
advertisement
7/8
WhatsApp কন্ট্যাক্টকে কল করা:কোনও ব্যবহারকারী যদি WhatsApp কন্ট্যাক্টকে WhatsApp Call করতে সক্ষম না হন, তাহলে এটি ব্লক করার লক্ষণ হিসাবে প্রমাণিত হতে পারে। আসলে ব্লক করা থাকলে রিসিভার কল অথবা মেসেজ পান না।
WhatsApp কন্ট্যাক্টকে কল করা:কোনও ব্যবহারকারী যদি WhatsApp কন্ট্যাক্টকে WhatsApp Call করতে সক্ষম না হন, তাহলে এটি ব্লক করার লক্ষণ হিসাবে প্রমাণিত হতে পারে। আসলে ব্লক করা থাকলে রিসিভার কল অথবা মেসেজ পান না।
advertisement
8/8
নিউ গ্রুপে কন্ট্যাক্টকে অ্যাড করা:ব্যবহারকারী যদি কোনও গ্রুপের অ্যাডমিন হন এবং নিজের গ্রুপে নির্দিষ্ট কন্ট্যাক্টকে অ্যাড করতে না পারেন, তাহলে বুঝতে হবে ব্লক করা হয়েছে তাঁকে।
নিউ গ্রুপে কন্ট্যাক্টকে অ্যাড করা:ব্যবহারকারী যদি কোনও গ্রুপের অ্যাডমিন হন এবং নিজের গ্রুপে নির্দিষ্ট কন্ট্যাক্টকে অ্যাড করতে না পারেন, তাহলে বুঝতে হবে ব্লক করা হয়েছে তাঁকে।
advertisement
advertisement
advertisement