Cyclone Yaas আর কত দূরে ? দেখে নিন নিজের মোবাইল ফোনেই, কীভাবে? জেনে নিন

Last Updated:
Cyclone Yaas-এর গতিবিধি ট্র্যাক করুন রিয়্যাল টাইম বেসিসেই নিজের স্মার্টফোন, জানুন বিশদে
1/7
ঘরের কাছেই ফুঁসছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ৷ মৌসম ভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে এগিয়ে আসছে ৷ মৌসম ভবনের বুলেটিনে বলা হয়েছে, ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগে আজ, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার হবে, সর্বোচ্চ (গাস্টিং) ১৫৫ কিলোমিটার হতে পারে। ওড়িশার বালেশ্বর এবং ধামরা বন্দরের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ৷ ল্যান্ডফলের সময়ে লক্ষ্যস্থলে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ঝড় বইবে ৷ সঙ্গে হবে অতি প্রবল বৃষ্টি৷ আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান। জেনে নিন কী সেই অ্যাপগুলি
ঘরের কাছেই ফুঁসছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ৷ মৌসম ভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে এগিয়ে আসছে ৷ মৌসম ভবনের বুলেটিনে বলা হয়েছে, ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগে আজ, বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার হবে, সর্বোচ্চ (গাস্টিং) ১৫৫ কিলোমিটার হতে পারে। ওড়িশার বালেশ্বর এবং ধামরা বন্দরের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ৷ ল্যান্ডফলের সময়ে লক্ষ্যস্থলে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ঝড় বইবে ৷ সঙ্গে হবে অতি প্রবল বৃষ্টি৷ আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান। জেনে নিন কী সেই অ্যাপগুলি
advertisement
2/7
Accuweather - এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।
Accuweather - এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।
advertisement
3/7
Windy - এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে আমফান।
Windy - এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে আমফান।
advertisement
4/7
cyclocane.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় আমফানের অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। ইয়াস-এর গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘tropical cyclone Yaas’ লিঙ্কটিতে ক্লিক করুন।
cyclocane.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় আমফানের অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। ইয়াস-এর গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘tropical cyclone Yaas’ লিঙ্কটিতে ক্লিক করুন।
advertisement
5/7
cyclostorm.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। cyclostorm.com থেকে আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এই পোর্টালে সব ট্রপিকাল সাইক্লোন ট্র্যাক করা যায়।  সাইক্লোন ছাড়াও টাইফুন, হ্যারিকেনের আপডেটও পাওয়া যায়
cyclostorm.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। cyclostorm.com থেকে আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এই পোর্টালে সব ট্রপিকাল সাইক্লোন ট্র্যাক করা যায়। সাইক্লোন ছাড়াও টাইফুন, হ্যারিকেনের আপডেটও পাওয়া যায়
advertisement
6/7
mausam.imd.gov.in - এটি ভারত সরকারের আবহাওয়া দফতরের ওয়েবসাইট। এখানে থেকেও আপনি জানতে পাড়বেন ইয়াসের অবস্থান, গতিবেগ, চলন পথ ইত্যাদি। এর জন্য আপনাকে সাইটের বা দিকের নিচের কনে সাইক্লোন অপশনে ক্লিক করতে হবে। এখানে একেবারে ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন ইয়াস সংক্রান্ত সমস্ত তথ্যের। এখানে সহজেই সব আপডেট দেখে নিতে পারবেন।
mausam.imd.gov.in - এটি ভারত সরকারের আবহাওয়া দফতরের ওয়েবসাইট। এখানে থেকেও আপনি জানতে পাড়বেন ইয়াসের অবস্থান, গতিবেগ, চলন পথ ইত্যাদি। এর জন্য আপনাকে সাইটের বা দিকের নিচের কনে সাইক্লোন অপশনে ক্লিক করতে হবে। এখানে একেবারে ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন ইয়াস সংক্রান্ত সমস্ত তথ্যের। এখানে সহজেই সব আপডেট দেখে নিতে পারবেন।
advertisement
7/7
UMANG অ্যাপ - Android ও iOS থেকে UMANG অ্যাপের মাধ্যমে Cyclone Yaas-এর অবস্থান দেখে নিতে পারবেন।
UMANG অ্যাপ - Android ও iOS থেকে UMANG অ্যাপের মাধ্যমে Cyclone Yaas-এর অবস্থান দেখে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement