Madhyamik Examination: পড়ুয়া পিছু ৫০০০ টাকা ফাইন! ডেডলাইন পেরিয়ে যাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের নজিরবিহীন সিদ্ধান্ত...সতর্ক করা হল স্কুলগুলিকে

Last Updated:

বারবার স্কুলগুলিকে আবেদন সতর্কবার্তা দেওয়ার পরেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না করানোয় এবার স্কুলগুলিকেই পড়ুয়া কিছু পাঁচ হাজার টাকা করে ফাইন দিতে হবে।

News18
News18
কলকাতা: পড়ুয়া পিছু ফাইন ৫০০০ টাকা! এমনই নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। এক বছরের বেশি সময় সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের একাধিক পড়ুয়ার রেজিস্ট্রেশন করেনি কয়েকটি স্কুল। এরকম ৫৩টি স্কুলকে চিহ্নিত করেছে পর্ষদ। সূত্রের খবর, এই স্কুলগুলির প্রায় ১৫০ জনেরও বেশি পড়ুয়ার এক বছরের বেশি সময়সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা হয়নি ।
আগামী ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হলেও রেজিস্ট্রেশন করানো হয়নি সংশ্লিষ্ট স্কুলগুলির তরফে। তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।
advertisement
advertisement
বারবার স্কুলগুলিকে আবেদন সতর্কবার্তা দেওয়ার পরেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না করানোয় এবার স্কুলগুলিকেই পড়ুয়া কিছু পাঁচ হাজার টাকা করে ফাইন দিতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে ৫০০০ টাকা করে ফাইন দিতে হবে। তবে সেটা ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না বলেও স্পষ্ট করে সংশ্লিষ্ট ৫৩টি স্কুলকে নির্দেশ দিয়েছে পর্ষদ। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে গতবারের হাইকোর্টের নির্দেশকেও সামনে এনেছে পর্ষদ।
advertisement
পর্ষদের দাবি, একাধিক স্কুলের তরফে দেরিতে রেজিস্ট্রেশন করানো হলেও বিনা জরিমানাতেই সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের রেজিস্ট্রেশন করিয়েছে পর্ষদ। একটি টাইমলাইন দেওয়ার পরেও কেন ৫৩টি স্কুল সময়মাফিক রেজিস্ট্রেশন করাল না? যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination: পড়ুয়া পিছু ৫০০০ টাকা ফাইন! ডেডলাইন পেরিয়ে যাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের নজিরবিহীন সিদ্ধান্ত...সতর্ক করা হল স্কুলগুলিকে
Next Article
advertisement
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
এখনও প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর কেন্দ্র
  • ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বিভিন্ন রুটে ভাড়া বেড়ে যাওয়ায় কেন্দ্র কঠোর পদক্ষেপ নিয়েছে.

  • যাত্রীস্বার্থ সুরক্ষায় ভাড়া-সীমা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক.

  • মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে.

VIEW MORE
advertisement
advertisement