Inspirational Story: ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েও দমে যান নি! অদম্য ইচ্ছেশক্তিতে দুর্গম শৃঙ্গ জয়, মিলেছে রাষ্ট্রপতি পুরস্কার! যুব সমাজের নতুন অনুপ্রেরণা 'উদয়'
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia Inspirational Story: নিজের জীবনের উদাহরণ তুলে ধরে উদয় প্রমাণ করেন, ইচ্ছাশক্তির সামনে সব বাধাই তুচ্ছ। তাঁর যাত্রা শুধু সাফল্যের নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য এক অনিঃশেষ প্রেরণা।
পুরুলিয়া, শান্তনু দাস: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিহারের দুঃসাহসিক পর্বতারোহী উদয় কুমার। ট্রেন দুর্ঘটনায় একটি পা হারিয়েও তিনি হার মানেননি ভাগ্যের কাছে। অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে যিনি জয় করেছেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো। তাঁর এই বিস্ময়কর সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার সম্মান ‘তেনজিং নোরগে জাতীয় পুরস্কার’ গ্রহণ করেন তিনি। কিন্তু এটুকুতেই থেমে থাকতে চান না উদয়। দেশের পতাকা হাতে আরও দূর পর্যন্ত এগিয়ে যাওয়াই এখন তাঁর নতুন লক্ষ্য। দেশের নামকে আরও উজ্জ্বল করে তোলা তাঁর একমাত্র স্বপ্ন।
বর্তমানে উদয় কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। চাকরি সামলেই তিনি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। খেলাধুলার প্রতি উদয় এতটাই আগ্রহী যে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ম্যারাথনে অংশগ্রহণের জন্য ছুটি নেন। এখন পর্যন্ত তিনি ২১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ১১টি রাজ্যের প্রায় ৮০ টি স্থানে ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: চুরি যাওয়া প্রিয় বাইক ফিরে পেতে মরিয়া যুবক, সোশ্যাল মিডিয়ায় অভিনব পোস্ট! মুহুর্তেই ভাইরাল
advertisement
advertisement
সম্প্রতি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরেও একটি ম্যারাথনে অংশগ্রহণ করেন তিনি। যেখানে পুরুলিয়ার ছেলেমেয়েদের খেলাধুলার মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। বিশেষ করে প্রতিবন্ধী যুবক-যুবতীদের উদ্দেশে তিনি বার্তা দেন, “শরীরের একটি অঙ্গ হারালেও জীবনের লড়াই থেমে যায় না। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নিজের জীবনের উদাহরণ তুলে ধরে উদয় প্রমাণ করেন, ইচ্ছাশক্তির সামনে সব বাধাই তুচ্ছ। তাঁর যাত্রা শুধু সাফল্যের নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য এক অনিঃশেষ প্রেরণা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
December 06, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspirational Story: ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েও দমে যান নি! অদম্য ইচ্ছেশক্তিতে দুর্গম শৃঙ্গ জয়, মিলেছে রাষ্ট্রপতি পুরস্কার! যুব সমাজের নতুন অনুপ্রেরণা 'উদয়'
