West Medinipur News: পুড়ে খাক হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি, কমছে মাটির উর্বরতা! সচেতনতার অভাব, উদ্বিগ্ন কৃষি দফতর

Last Updated:

West Medinipur News: মাঠজুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আগুনে পুড়ে নষ্ট হচ্ছে মাঠের পাকা ধান। ঘাটাল মহকুমা জুড়ে একই ছবি।

ধান জমিতে আগুন
ধান জমিতে আগুন
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: মাঠজুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। আগুনে পুড়ে নষ্ট হচ্ছে মাঠের পাকা ধান। পাশাপাশি বাসিন্দারাও চিন্তায় পড়েছেন আগুন নিয়ে। দমকল কর্মী ও স্থানীয় মানুষ হাত লাগিয়েছেন আগুন নেভাতে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর গ্রামে বিঘার পর বিঘা জমিতে রয়েছে পাকা ধান।
কিন্তু তা সত্ত্বেও নেমে আসছে বিপদ। কোথাও মেশিন দিয়ে কাটার পর জমিতে পড়ে থাকা নাড়ায় ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন। অসচেতনতার চরম নিদর্শন সামনে আসছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শুধু ঘাটালে নয়, চন্দ্রকোনা, দাসপুর তথা ঘাটাল মহকুমা জুড়ে এখন জমিতে আগুন আর আগুন। আর সেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
advertisement
advertisement
পরিস্থিতি মাঝেমধ্যে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে, কোথাও কোথাও কৃষকদের পাকা ধান মাঠে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও এই ব্যাপারে কৃষি দফতর লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে। প্রচারে মাধ্যমে বারবার সচেতন করা হচ্ছে, যাতে জমিতে কেউ অগ্নি সংযোগ না করেন। কিন্তু মাঠজুড়ে ছবিটা ভিন্ন। কৃষি দফতরের দাবি, জমিতে আগুন লাগালে জমির মাটি পুড়ে উর্বরতা ক্ষমতা হারায়।
advertisement
তাছাড়াও জমিতে থাকা কৃষকদের বন্ধু পোকার মৃত্যু ঘটে। ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। তা সত্ত্বেও কৃষকরা বিঘার পুর বিঘা জমিতে ধরিয়ে দিচ্ছে আগুন। আগুন নেভাতেই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। অন্যদিকে বেশ কিছু ক্ষেত্রে কৃষকরা সচেতন না থাকলেও, অন্যরা আগুন লাগিয়ে দিচ্ছে। ফলে সবমিলিয়ে কৃষকদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনভাবেই দূষণের পরিমাণ বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পুড়ে খাক হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি, কমছে মাটির উর্বরতা! সচেতনতার অভাব, উদ্বিগ্ন কৃষি দফতর
Next Article
advertisement
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
এখনও প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর কেন্দ্র
  • ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বিভিন্ন রুটে ভাড়া বেড়ে যাওয়ায় কেন্দ্র কঠোর পদক্ষেপ নিয়েছে.

  • যাত্রীস্বার্থ সুরক্ষায় ভাড়া-সীমা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক.

  • মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে.

VIEW MORE
advertisement
advertisement