Jalpaiguri News: লেপার্ডের দাপাদাপি থামাতে অভিনব ভাবনা! সুন্দরবনের ধাঁচে গ্রাম ঘিরে ফেলছে বন দফতর, এল বিশেষ জাল
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jalpaiguri News: বানারহাটের কলাবাড়ি চা বাগানে লেপার্ড-মানুষ সংঘাত কমাতে সুন্দরবনের ধাঁচে জাল দিয়ে গ্রামকে ঘিরে ফেলার উদ্যোগ বন দফতরের।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: বানারহাটের কলাবাড়ি চা বাগানে লেপার্ড-মানুষ সংঘাত কমাতে সুন্দরবনের ধাঁচে জাল দিয়ে গ্রামকে ঘিরে ফেলার উদ্যোগ বন দফতরের। সুন্দরবনের আদলে ডুয়ার্সের চা বাগান সংলগ্ন গ্রামাঞ্চলকে ঘিরে ফেলা হচ্ছে বিশেষ জাল দিয়ে। উল্লেখ্য, কিছুদিন আগেই ডুয়ার্সের বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান শ্রমিক বস্তি থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে লেপার্ড। এমনকি চিতাবাঘের হামলায় আহত হয়েছেন একাধিক শ্রমিক। বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে প্রায় ৫টি লেপার্ড। তবুও কাটেনি লেপার্ডের আতঙ্ক।
বাগান শ্রমিকদের অভিযোগ, সন্ধ্যা নামতেই চা বাগানের মাঝ দিয়ে যাওয়া রাস্তায় প্রায়ই ঘোরাফেরা করে লেপার্ড। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে চা বাগানে একটি বড় খাঁচা পাতা রয়েছে। তারপরও আতঙ্কমুক্ত নন শ্রমিকরা। সেই কারণেই জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের উদ্যোগে সুন্দরবন থেকে আনা হল বিশেষ জাল। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের চারদিক ঘিরে যে জাল ব্যবহৃত হয়, যাতে বাঘ বাইরে বেরোতে না পারে, সেই একই পদ্ধতি এবার ডুয়ার্সে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে কলাবাড়ি চা বাগানের হুলাস লাইন বস্তির সীমানা জুড়ে উঁচু করে সেই বিশেষ জাল লাগানোর কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: বর্ধমানে ডার্বির মহারণ, ট্রাইবেকারে দুরন্ত জয় মোহনবাগানের! জার্সি গায়ে মাঠ কাঁপিয়ে দিল প্রাক্তনরা
advertisement
বনকর্তাদের মতে, জাল লাগানো হলে বস্তি এলাকায় লেপার্ড ঢুকতে পারবে না। একই আশা চা বাগান শ্রমিকদেরও। শ্রমিক বস্তির বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগেও ২টি গবাদি পশু মেরে ফেলেছে চিতাবাঘ। সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যা নামলেই মানুষ ঘরবন্দি হয়ে যান আতঙ্কে। তাই বন দফতরের উদ্যোগে খুশি গ্রামবাসীরা। জানা গিয়েছে, জালটির উচ্চতা প্রায় ৯ ফুটেরও বেশি। বস্তির রাস্তার ধারে চা বাগানের সীমানা বরাবর জাল লাগিয়ে নিচে প্রায় দেড় ফুট মাটির মধ্যে গেঁড়ে দেওয়া হচ্ছে, যাতে কোনওভাবেই বেপার্ড বস্তির দিকে ঢুকতে না পারে।
advertisement
বন দফতর জানিয়েছে, প্রতিটি চা বাগান শ্রমিক বস্তি সংলগ্ন এলাকায় ধাপে ধাপে এই ব্যবস্থা নেওয়া হবে। চা বাগানের বাসিন্দা মনোজ মাহাতো বলেন, এই শ্রমিক লাইনে লেপার্ডের হামলা সবথেকে বেশি। এখানে প্রচুর শিশু রয়েছে, তাই দুশ্চিন্তায় থাকতে হয়। কিছুদিন আগে একটি শিশুকে তুলে নিয়ে মেরে ফেলেছে লেপার্ড। কিন্তু বন বিভাগ যে ব্যবস্থা নিয়েছে, তাতে আমরা কিছুটা হলেও সুরক্ষিত মনে করছি। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন, ডুয়ার্সে বর্তমানে লেপার্ড-মানুষ সংঘাত হাতি মানুষ সংঘাতের মতোই বৃদ্ধি পেয়েছে। সেই কারণে সুন্দরবন থেকে বিশেষ জাল আনা হয়েছে। সুন্দরবনে এই পদ্ধতি অবলম্বন করে সুফল মিলেছে। তাই আমরাও পরীক্ষামূলকভাবে জাল লাগানোর কাজ শুরু করেছি। আশা করছি এখানেও কাজে দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
December 06, 2025 9:52 AM IST

