Mohun Bagan VS East Bengal: বর্ধমানে ডার্বির মহারণ, ট্রাইবেকারে দুরন্ত জয় মোহনবাগানের! জার্সি গায়ে মাঠ কাঁপিয়ে দিল প্রাক্তনরা

Last Updated:

Mohun Bagan VS East Bengal: বর্ধমানে জমজমাট ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ডার্বি। উদ্বোধন ফ্রি ফুটবল কোচিং সেন্টারের।

+
ম্যাচ

ম্যাচ

বর্ধমান,সায়নী সরকার: বর্ধমানে জমজমাট ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ডার্বি। ব্যারেট, সন্দীপ নন্দী, মহাম্মদ রফিক ,এলভিটোদের খেলা দেখতে চরম উন্মাদনা দর্শকদের মধ্যে। ম্যাচের পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় একটি ফ্রি ফুটবল কোচিং সেন্টারেরও। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ফুটবল কোচিং। মাসে একদিন করে কোচিং দিতে আসবেন বিশিষ্টরা।
আপাতত ঠিক করা হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা এখানে এসে কোচিং দেবেন। বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে হয়েছে এই ডার্বি ম্যাচটি। এদিন ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক সহ জেলার প্রাক্তন ফুটবলাররা ও বিশিষ্টজনেরা।
advertisement
আরও পড়ুন: হাসপাতালে বসে গান শুনছেন রোগীরা, চিকিৎসার ফল মিলছে দ্বিগুণ! গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চলছে মিউজিক থেরাপি
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, ফুটবল মানেই যে দুটি নাম সবার প্রথম আসে, তা হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেইসব ক্লাবের খেলোয়াড়রা মাঠে নেমেছেন। এই ধরনের উদ্যোগের ফলে বর্ধমান জেলা থেকেও বহু ফুটবলার উঠেছে ও আগামী দিনে উঠবে। পাশাপাশি মাঠমুখী হবে বর্তমান প্রজন্ম। এদিন পূর্ণ সময় খেলার পর দুই দুই গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেখানে প্রথম ৫-৫ শর্টেও অমীমাংসিত থাকে ম্যাচ। এরপর একটি শর্টে জয়লাভ করে মোহনবাগান। এরপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্লাব সমর্থকরা। পাশাপাশি এই দুই ক্লাবের পুরনো খেলোয়াড়দের আবার জার্সি গায়ে দেখতে পেয়ে উন্মাদে ফেটে পড়েন সকলে। সবমিলিয়ে খেলার পুরো সময়টা ছিল টানটান উত্তেজনায় ভর্তি। শীতের দিনে সকলের কাছে রীতিমতো উপভোগ্যা ছিল এই ম্যাচ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mohun Bagan VS East Bengal: বর্ধমানে ডার্বির মহারণ, ট্রাইবেকারে দুরন্ত জয় মোহনবাগানের! জার্সি গায়ে মাঠ কাঁপিয়ে দিল প্রাক্তনরা
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement