Music Therapy: হাসপাতালে বসে গান শুনছেন রোগীরা, চিকিৎসার ফল মিলছে দ্বিগুণ! গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চলছে মিউজিক থেরাপি

Last Updated:

Jalpaiguri Music Therapy: বেলাকোবা গ্রামীণ হাসপাতালের হোমিওপ্যাথি বিভাগে শুরু হয়েছে মিউজিক থেরাপি। আউটডোরে চিকিৎসার ফল আরও ভাল হচ্ছে।

+
হাসপাতালে

হাসপাতালে ঢুকলেই সুরের জাদু

জলপাইগুড়ি, সুরজিৎ দে: বেলাকোবা গ্রামীণ হাসপাতালের হোমিওপ্যাথি বিভাগে ঢুকলেই এখন রোগীদের কানে ভেসে আসে সুরেলা সংগীত। একি  হাসপাতালে গান? অবাক হচ্ছেন? হাসপাতালের পরিবেশে এমন মন ছুঁয়ে যাওয়া পরিবর্তন। পুরোটাই একটি বিশেষ উদ্যোগ, যার চিকিৎসাশাস্ত্রে পোষাকি নাম “মিউজিক থেরাপি”। আউটডোর বিভাগের সামনে স্থাপন করা হয়েছে ছোট ছোট স্পিকার বক্স।
যেখান থেকে নিরন্তর বাজছে নরম, প্রশান্তিময় গান ও সংগীত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে অনেক রোগীর মনেই থাকে নানা দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ। সেসব চাপ দূর করে রোগীর মনকে শান্ত ও ইতিবাচক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, চিকিৎসার পাশাপাশি রোগীর মানসিক অবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মিউজিক থেরাপির মাধ্যমে রোগীদের মানসিক প্রশান্তি এনে চিকিৎসার ফল আরও ভাল করার চেষ্টা চলছে।
advertisement
আরও পড়ুন: সতর্কতার অভাবে সর্বনাশ! বিদ্যুৎবাহী তারে হাত লাগতেই লুটিয়ে পড়লেন বৃদ্ধ, মুহূর্তে গেল প্রাণ
হোমিওপ্যাথি বিভাগের চিকিৎসকরা জানান, মিউজিক থেরাপি শুরুর পর থেকেই রোগীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, সংগীত শুনে অপেক্ষার সময়টুকু আর বিরক্তিকর লাগছে না, কেউ আবার জানাচ্ছেন, সংগীত তাদের ভয় ও মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, এই উদ্যোগ রোগীদের মনোবল বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের মতে, সঠিক চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তি জাগিয়ে তুলতে এই ধরনের পরিবেশ অত্যন্ত কার্যকরী। রোগীরাও মনে করছেন, সরকারি হাসপাতালের জন্য এমন উদ্যোগ অন্যদের জন্যও উদাহরণ হয়ে উঠতে পারে। বেলাকোবা গ্রামীণ হাসপাতালের এই মিউজিক থেরাপি এখন শুধু চিকিৎসার একটি পরিপূরক নয়, রোগীদের মন ছুঁয়ে যাওয়া এক মানবিক উদ্যোগ। যা স্বাস্থ্য পরিষেবার প্রতি তাদের আস্থা আরও বাড়িয়ে দিচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Music Therapy: হাসপাতালে বসে গান শুনছেন রোগীরা, চিকিৎসার ফল মিলছে দ্বিগুণ! গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চলছে মিউজিক থেরাপি
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement