Holi 2024: 'রং যেন মোর মর্মে লাগে' রঙের উৎসবের মাতোয়ারা পশ্চিম মেদিনীপুরবাসী! রইল ছবি

Last Updated:
Holi 2024 : দোল উৎসবে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নানা উৎসবের আয়োজন। আট থেকে আশি সকলেই মেতে ওঠেন রঙিন বসন্তের ছোঁয়ায়।
1/7
রঙের উৎসব দোল। বাঙালির  বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই উৎসব।
রঙের উৎসব দোল। বাঙালির  বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম এই উৎসব।
advertisement
2/7
বসন্তের সকালে রং খেলা, নানা অনুষ্ঠানে মেতেছেন সকলে। দিকে দিকে আনন্দ উৎসব।
বসন্তের সকালে রং খেলা, নানা অনুষ্ঠানে মেতেছেন সকলে। দিকে দিকে আনন্দ উৎসব।
advertisement
3/7
নাচে, গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছেন অনেকেই, আর সঙ্গে আবির খেলা মাস্ট।
নাচে, গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছেন অনেকেই, আর সঙ্গে আবির খেলা মাস্ট।
advertisement
4/7
বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কলছালার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হল।
বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে কলছালার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হল।
advertisement
5/7
রং মেখে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান আট থেকে আশি সকলে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকেও সারা দিন ছিল নানা আয়োজন।
রং মেখে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান আট থেকে আশি সকলে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বন্ধন সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকেও সারা দিন ছিল নানা আয়োজন।
advertisement
6/7
হলুদ ও বাসন্তী পোশাক পরে নৃত্য পরিবেশন করে ছোট ছোট ছেলেমেয়েরা।
হলুদ ও বাসন্তী পোশাক পরে নৃত্য পরিবেশন করে ছোট ছোট ছেলেমেয়েরা।
advertisement
7/7
বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য অখিল বন্ধু মহাপাত্র জানান, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সৌভাতৃত্বের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য অখিল বন্ধু মহাপাত্র জানান, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সৌভাতৃত্বের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
advertisement
advertisement