Kolkata–Sundarbans Bus Service: আর পোহাতে হবে না ভিড় ট্রেনের ঝক্কি! কলকাতা থেকে এক বাসেই পৌঁছে যাবেন সুন্দরবন, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Kolkata–Sundarbans Bus Service: ধর্মতলা থেকে সুন্দরবনের মইপিঠ পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু হয়েছে। এই পরিষেবা পর্যটকদের যাতায়াত সহজ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল।
বড়দিনের আগে বড় উপহার পেল সুন্দরবনবাসী। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মইপিট। আর এই মইপিট এলাকা থেকে শুরু হলো কলকাতা গামী বাস পরিষেবা। কলকাতার ধর্মতলা থেকে মহিপির পর্যন্ত বাস পরিষেবা চালু হলো। আর এই বাস পরিষেবা চালু হওয়াতে খুশি পর্যটক থেকে সুন্দর বনবাসী।(ছবি ও তথ্য সুমন সাহা)
advertisement
advertisement
advertisement
প্রশাসন সূত্রের খবর মইপিঠের কিশোরী মোহনপুরের গঙ্গার ঘাট থেকে ধর্মতলা পর্যন্ত চলাচল করবে বাসটি। ভোট সাড়ে চারটে সময় গঙ্গার ঘাট থেকে বাস ছাড়বে। ফিরতি বাসটি ধর্মতলা থেকে ছাড়বে বিকেল চারটে নাগাদ। ১২০ কিলোমিটার বাসের সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৮০ টাকা এই নয়া পরিষেবা চালুর ফলে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
সুন্দরবনের প্রত্যন্ত মইপীঠ থেকে ধর্মতলা পর্যন্ত বাস পরিষেবা চালু হাওয়াতে একদিকে পর্যটক আর অপরদিকে এই প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের। আপাতত একটি বাস দিয়েই চালু করা হলো আগামী দিনে আরো কয়েকটি বাস বাড়ানো হবে। এই বাস চলাচলের ফলে প্রত্যন্ত সুন্দরবনের মানুষের খুবই সুবিধা হবে বলে আশাবাদী প্রশাসনের আধিকারিকেরা।(ছবি ও তথ্য সুমন সাহা)









