EVM: বাংলায় বেজে গেল ভোটের দামামা, শুরু ইভিএম চেকিংয়ের কাজ! উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধি
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
EVM: পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার থেকে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে।
খড়গপুর: ভোটের দামামা বেজে গেল বাংলায়। বুধবার থেকে শুরু হচ্ছে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ও ভিভি প্যাড (ভোটার ভেরিফাইড পেপার অডিটেট ট্রোল মেশিনের) ফাস্ট লেভেল চেকিংয়ের প্রক্রিয়া।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার থেকে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে। এটাকে বলা হয় ফাষ্ট লেবেল চেকিং ( এফ এল সি)। জেলা অতিরিক্ত জেলা শাসক (ইভিএম) গোবিন্দ হালদার জানান, জেলায় এখনও পর্যন্ত মোট বুথের সংখ্যা ৪৩৩৩ টি। এটা বাড়িয়ে ৫০২১ টি করা হবে।
advertisement
advertisement
মঙ্গলবার সকাল থেকে খড়গপুর মহকুমা শাসক কার্যালয়ে শুরু হয়েছে ইভিএম ও ভি ভি প্যাট চেকিংয়ের কাজ। এরপর মেদিনীপুর জেলা কালেক্টরেট, ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে হবে। চেকিংয়ের কাজ চলার সময় নির্বাচন কমিশনের পাঠানো একজন পর্যবেক্ষক থাকবেন।
advertisement
৮ টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকছেন। সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রতিদিন আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের ইভিএম ও ভিভিপ্যাট চেকিংয়ের কাজ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে এই চেকিং চলছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EVM: বাংলায় বেজে গেল ভোটের দামামা, শুরু ইভিএম চেকিংয়ের কাজ! উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধি









