বর্ধমানে থাকেন? তাহলে এবারের ভাইফোঁটায় এই ক্যাফেগুলি হতে পারে আপনার আদর্শ জায়গা, ভাইবোনেরা গিয়ে জমিয়ে হুল্লোড় করুন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
বিকেলে অথবা সন্ধ্যেবেলা শহর থেকে কিছুটা দূরে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আড্ডা দিতে চান ? অথবা পরিবারের সকলকে নিয়ে একটু লং ড্রাইভে গিয়ে কোথাও হালকা খাওয়া দাওয়া করতে চান।যেখানে গিয়ে চা অথবা কফির হালকা স্নেক খেতে খেতে সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।তাহলে বর্ধমান শহর থেকে কিছুটা দূরের তিনটি পকেট ফ্রেন্ডলি ক্যাফের ঠিকানা রইল আপনার জন্য।
advertisement
বিকেলে অথবা সন্ধ্যেবেলা শহর থেকে কিছুটা দূরে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আড্ডা দিতে চান ? অথবা পরিবারের সকলকে নিয়ে একটু লং ড্রাইভে গিয়ে কোথাও হালকা খাওয়া দাওয়া করতে চান।যেখানে গিয়ে চা অথবা কফির হালকা স্নেক খেতে খেতে সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।তাহলে বর্ধমান শহর থেকে কিছুটা দূরের তিনটি পকেট ফ্রেন্ডলি ক্যাফের ঠিকানা রইল আপনার জন্য।
advertisement
advertisement
পেয়ে যাবেন চা, কফি, হালকা স্ন্যাক্স ও আইসক্রিম। ১০০ টাকার মধ্যেই চা অথবা কফির সঙ্গে খেতে পারবেন সন্ধ্যার হালকা স্নাক্স। অনেকক্ষণ সময় কাটাতে পারবেন পরিবারের সঙ্গে। ক্যাফেতে রয়েছে সেলফি জোনও। সন্ধ্যা কাটিয়ে আবার লং ড্রাইভ করে ফিরতে পারেন বাড়ি। আসার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের কোনও ধাবা বা রেস্টুরেন্ট থেকে ফিরতে পারেন রাতের খাওয়া দাওয়া সেরে।
advertisement
advertisement
advertisement
advertisement