বর্ধমানে থাকেন? তাহলে এবারের ভাইফোঁটায় এই ক্যাফেগুলি হতে পারে আপনার আদর্শ জায়গা, ভাইবোনেরা গিয়ে জমিয়ে হুল্লোড় করুন

Last Updated:
বিকেলে অথবা সন্ধ্যেবেলা শহর থেকে কিছুটা দূরে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আড্ডা দিতে চান ? অথবা পরিবারের সকলকে নিয়ে একটু লং ড্রাইভে গিয়ে কোথাও হালকা খাওয়া দাওয়া করতে চান।যেখানে গিয়ে চা অথবা কফির হালকা স্নেক খেতে খেতে সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।তাহলে বর্ধমান শহর থেকে কিছুটা দূরের তিনটি পকেট ফ্রেন্ডলি ক্যাফের ঠিকানা রইল আপনার জন্য।
1/8
বৃহস্পতিবার ভাইফোঁটা।আর ভাইফোঁটা মানেই হাসি, আড্ডা, মজা আর  জমিয়ে খাওয়া দাওয়া। দুপুরবেলা বাড়িতে জমিয়ে খাওয়া-দাওয়ার পর বিকেলের দিকে শহরের কোলাহলের থেকে দূরে ভাই-বোন, দাদা-দিদি সকলে মিলে একসাথে সময় কাটাতে চান ? (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বৃহস্পতিবার ভাইফোঁটা।আর ভাইফোঁটা মানেই হাসি, আড্ডা, মজা আর জমিয়ে খাওয়া দাওয়া। দুপুরবেলা বাড়িতে জমিয়ে খাওয়া-দাওয়ার পর বিকেলের দিকে শহরের কোলাহলের থেকে দূরে ভাই-বোন, দাদা-দিদি সকলে মিলে একসাথে সময় কাটাতে চান ? (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
বিকেলে অথবা সন্ধ্যেবেলা শহর থেকে কিছুটা দূরে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আড্ডা দিতে চান ? অথবা পরিবারের সকলকে নিয়ে একটু লং ড্রাইভে গিয়ে কোথাও হালকা খাওয়া দাওয়া করতে চান।যেখানে গিয়ে চা অথবা কফির হালকা স্নেক খেতে খেতে সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।তাহলে বর্ধমান শহর থেকে কিছুটা দূরের তিনটি পকেট ফ্রেন্ডলি ক্যাফের ঠিকানা রইল আপনার জন্য।
বিকেলে অথবা সন্ধ্যেবেলা শহর থেকে কিছুটা দূরে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আড্ডা দিতে চান ? অথবা পরিবারের সকলকে নিয়ে একটু লং ড্রাইভে গিয়ে কোথাও হালকা খাওয়া দাওয়া করতে চান।যেখানে গিয়ে চা অথবা কফির হালকা স্নেক খেতে খেতে সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।তাহলে বর্ধমান শহর থেকে কিছুটা দূরের তিনটি পকেট ফ্রেন্ডলি ক্যাফের ঠিকানা রইল আপনার জন্য।
advertisement
3/8
সপরিবারে অথবা ভাই-বোন, দাদা-দিদিরা মিলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে লং ড্রাইভ করে চলে যেতে পারেন বর্ধমান শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে মেমারিতে। মেমারি দুর্গাডাঙ্গা মোড়েই রয়েছে পালকি ক্যাফে। রাস্তার একেবারে পাশেই রয়েছে এই রুফটপ ক্যাফে।
সপরিবারে অথবা ভাই-বোন, দাদা-দিদিরা মিলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে লং ড্রাইভ করে চলে যেতে পারেন বর্ধমান শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে মেমারিতে। মেমারি দুর্গাডাঙ্গা মোড়েই রয়েছে পালকি ক্যাফে। রাস্তার একেবারে পাশেই রয়েছে এই রুফটপ ক্যাফে।
advertisement
4/8
 পেয়ে যাবেন চা, কফি, হালকা স্ন্যাক্স ও আইসক্রিম। ১০০ টাকার মধ্যেই চা অথবা কফির সঙ্গে খেতে পারবেন সন্ধ্যার হালকা স্নাক্স। অনেকক্ষণ সময় কাটাতে পারবেন পরিবারের সঙ্গে। ক্যাফেতে রয়েছে সেলফি জোনও। সন্ধ্যা কাটিয়ে আবার লং ড্রাইভ করে ফিরতে পারেন বাড়ি। আসার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের কোনও ধাবা বা রেস্টুরেন্ট থেকে ফিরতে পারেন রাতের খাওয়া দাওয়া সেরে।
পেয়ে যাবেন চা, কফি, হালকা স্ন্যাক্স ও আইসক্রিম। ১০০ টাকার মধ্যেই চা অথবা কফির সঙ্গে খেতে পারবেন সন্ধ্যার হালকা স্নাক্স। অনেকক্ষণ সময় কাটাতে পারবেন পরিবারের সঙ্গে। ক্যাফেতে রয়েছে সেলফি জোনও। সন্ধ্যা কাটিয়ে আবার লং ড্রাইভ করে ফিরতে পারেন বাড়ি। আসার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের কোনও ধাবা বা রেস্টুরেন্ট থেকে ফিরতে পারেন রাতের খাওয়া দাওয়া সেরে।
advertisement
5/8
যদি শহরের কোলাহল থেকে দূরে যেতে চান কিন্তু বেশি দূর না যেতে চান না তাহলে এ.কে ক্যাফে হতে পারে আপনার জন্য এক আদর্শ জায়গা। বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে ১০৮ মন্দির কিছুটা পার করে একটু গেলেই বাঁদিকে পড়বে এ.কে ক্যাফে।
যদি শহরের কোলাহল থেকে দূরে যেতে চান কিন্তু বেশি দূর না যেতে চান না তাহলে এ.কে ক্যাফে হতে পারে আপনার জন্য এক আদর্শ জায়গা। বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে ১০৮ মন্দির কিছুটা পার করে একটু গেলেই বাঁদিকে পড়বে এ.কে ক্যাফে।
advertisement
6/8
এখানে জাতীয় সড়কের ধারে খোলামেলা পরিবেশে সময় কাটাতে পারবেন পরিবারের সঙ্গে, জমিয়ে আড্ডা দিতে পারবেন দীর্ঘক্ষণ।পেয়ে যাবেন চা, কফি, পিজা,চাউমিন-সহ বিভিন্ন রকমের স্নাক্স ও স্টার্টার।খাবারের দামও পকেট ফ্রেন্ডলি।
এখানে জাতীয় সড়কের ধারে খোলামেলা পরিবেশে সময় কাটাতে পারবেন পরিবারের সঙ্গে, জমিয়ে আড্ডা দিতে পারবেন দীর্ঘক্ষণ।পেয়ে যাবেন চা, কফি, পিজা,চাউমিন-সহ বিভিন্ন রকমের স্নাক্স ও স্টার্টার।খাবারের দামও পকেট ফ্রেন্ডলি।
advertisement
7/8
ভাইফোঁটা সন্ধ্যায় যদি বাংলা কিংবা হিন্দি গানের সঙ্গে জাতীয় সড়কের ধারে মন ভালো করা ফুড়ফুড়ে হাওয়া আর নানান রকমের স্ন্যাক পাওয়া যায় তাহলে কেমন হয়? তাও আবার আপনি পেতে পারেন মাত্র ১০০ টাকার মধ্যে। আর যেতেও হবে না বেশি দূর। বর্ধমান শহর থেকে জাতীয় সড়ক ধরে কিছুটা গেলেই পেয়ে যাবেন এই ক্যাফে।
ভাইফোঁটা সন্ধ্যায় যদি বাংলা কিংবা হিন্দি গানের সঙ্গে জাতীয় সড়কের ধারে মন ভালো করা ফুড়ফুড়ে হাওয়া আর নানান রকমের স্ন্যাক পাওয়া যায় তাহলে কেমন হয়? তাও আবার আপনি পেতে পারেন মাত্র ১০০ টাকার মধ্যে। আর যেতেও হবে না বেশি দূর। বর্ধমান শহর থেকে জাতীয় সড়ক ধরে কিছুটা গেলেই পেয়ে যাবেন এই ক্যাফে।
advertisement
8/8
মটকা তন্দুর চায়ে- বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কের ধারের এই ছোট্ট ক্যাফে যেখানে আপনি পেয়ে যাবেন ১০০ টাকার মধ্যে চায়ের সঙ্গে স্ন্যাক্স অথবা বিভিন্ন ধরনের মকটেল। ৫০ টাকায় ফিস ফ্রাই, চিকেন পপকর্ণ তাও আবার বিক্রি হয় ওজনে,মকটেল পাবেন মাত্র ৪০ টাকায়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
মটকা তন্দুর চায়ে- বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কের ধারের এই ছোট্ট ক্যাফে যেখানে আপনি পেয়ে যাবেন ১০০ টাকার মধ্যে চায়ের সঙ্গে স্ন্যাক্স অথবা বিভিন্ন ধরনের মকটেল। ৫০ টাকায় ফিস ফ্রাই, চিকেন পপকর্ণ তাও আবার বিক্রি হয় ওজনে,মকটেল পাবেন মাত্র ৪০ টাকায়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement