Money Fraud: ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকার প্রতারণা! চড়া সুদে টাকা তুলে আত্মসাতের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে
- Published by:Ankita Tripathi
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Money Fraud: ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা! গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে ক্ষুব্ধ সীমান্ত এলাকার গ্রাহকেরা।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা! গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে ক্ষুব্ধ সীমান্ত এলাকার গ্রাহকেরা। জানা গিয়েছে, ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে প্রায় ৪০০ জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোপালনগর থানার আকাইপুরের একটি সরকারি ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের (CSP) মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে।
অভিযোগ, গ্রাহকদের কাছে কোনও ব্যাঙ্ক-স্বীকৃত কাগজপত্র না দিয়ে, কেবলমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। এদিন গোপালনগর থানার এলাকার ওই ব্যাঙ্কের শাখার সামনেই তীব্র ক্ষোভ উগরে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি- কেউ ৪ লাখ, কেউ ৫ লাখ, আবার কেউ ১০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
কিন্তু টাকা তুলতে গেলে সিএসপি মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের। এ বিষয়ে পাল্লা এসবিআই শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান, যারা ওই সিএসপিতে টাকা রেখেছেন, তাঁদের কাছে কোনও বৈধ ব্যাঙ্কের কাগজপত্র নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় তৈরি হচ্ছে ব্যাপক ক্ষোভ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 8:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Fraud: ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকার প্রতারণা! চড়া সুদে টাকা তুলে আত্মসাতের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে

