Money Fraud: ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকার প্রতারণা! চড়া সুদে টাকা তুলে আত্মসাতের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে

Last Updated:

Money Fraud: ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা! গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে ক্ষুব্ধ সীমান্ত এলাকার গ্রাহকেরা।

 ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকার প্রতারণা! চড়া সুদে টাকা তুলে আত্মসাতের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে
ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকার প্রতারণা! চড়া সুদে টাকা তুলে আত্মসাতের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা! গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে ক্ষুব্ধ সীমান্ত এলাকার গ্রাহকেরা। জানা গিয়েছে, ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে প্রায় ৪০০ জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোপালনগর থানার আকাইপুরের একটি সরকারি ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের (CSP) মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে।
অভিযোগ, গ্রাহকদের কাছে কোনও ব্যাঙ্ক-স্বীকৃত কাগজপত্র না দিয়ে, কেবলমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। এদিন গোপালনগর থানার এলাকার ওই ব্যাঙ্কের শাখার সামনেই তীব্র ক্ষোভ উগরে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি- কেউ ৪ লাখ, কেউ ৫ লাখ, আবার কেউ  ১০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন।
advertisement
advertisement
কিন্তু টাকা তুলতে গেলে সিএসপি মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের। এ বিষয়ে পাল্লা এসবিআই শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান, যারা ওই সিএসপিতে টাকা রেখেছেন, তাঁদের কাছে কোনও বৈধ ব্যাঙ্কের কাগজপত্র নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় তৈরি হচ্ছে ব্যাপক ক্ষোভ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Fraud: ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকার প্রতারণা! চড়া সুদে টাকা তুলে আত্মসাতের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement