Abandoned Newborn Baby Girl: হাসপাতালের জরুরি পরিষেবা বিভাগ লাগোয়া বাগানে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান! চাঞ্চল্য বারুইপুরে!

Last Updated:

Abandoned Newborn Baby Girl:হাসপাতালের বাগানের মধ্যে সদ্যজাত শিশুকন্যাকে ফেলে রেখে দেওয়াকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। 

বারুইপুর হাসপাতাল 
বারুইপুর হাসপাতাল 
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: হাসপাতালের বাগানে এক সদ্যোজাত কন্যাকে উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বারুইপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। তাকে হাসপাতালের নবজাতকদের চিকিৎসা কেন্দ্রে রেখে চিকিৎসা শুরু হয়েছে। কে বা কারা এই ঘৃণ্য কাজ করেছে, তার তদন্ত করার জন্য বারুইপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কীভাবে শিশুটি ওই জায়গায় এল, খতিয়ে দেখা হচ্ছে। কারা কেন শিশুকন্যাকে ফেলে গেল, কীভাবে সকলের চোখ এড়িয়ে হাসপাতাল চত্বরে এভাবে শিশুকন্যাকে ফেলে যাওয়া হল, সেই প্রশ্ন উঠছে। কন্যাসন্তান বলেই সদ্যোজাতকে এভাবে ফেলে যাওয়া হল কিনা উঠছে সেই প্রশ্নও। এই ধরনের নিন্দনীয় ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতা-বার্তা দেওয়া হয়েছে তারপরে ও কী হবে এই ধরনের ঘটনা ঘটছে উঠেছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুন : ফিরতে চান সমাজের মূল স্রোতে, শীতের আমেজে নতুন অন্নের সুবাসে আমোদিত কিন্নরদল
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে জলপাইগুড়ির জেলার ক্রান্তি থানার অন্তর্গত রাজাডাঙ্গা গ্রামে এক মা নিজের সদ্যোজাত শিশুকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন। চার সন্তানের পর পঞ্চম সন্তান নিতে না চাওয়া, গর্ভধারণ লুকিয়ে রাখা এবং আর্থিক সংকট এই সমস্ত কারণই সেই মর্মান্তিক ঘটনায় উঠে আসে। প্রতিবেশীরা তাঁকে দেখে ফেলতেই শিশুকে একটি চওড়া পাঁচিলের উপর রেখে পালিয়ে যান মা। পরে পুলিশ মা ও বাবাকে গ্রেফতার করেছে, তদন্ত চলছে।
advertisement
advertisement
হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, ‘‘ হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার পিছনে বাগানে এভাবে সদ্যোজাত শিশুকে ফেলে যাওয়া নিন্দনীয়। তবে শিশুকন্যাটি স্বাভাবিক ও সুস্থ আছে। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শিশুকন্যাটির দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abandoned Newborn Baby Girl: হাসপাতালের জরুরি পরিষেবা বিভাগ লাগোয়া বাগানে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান! চাঞ্চল্য বারুইপুরে!
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement