Nabanna Festival: ফিরতে চান সমাজের মূল স্রোতে, শীতের আমেজে নতুন অন্নের সুবাসে আমোদিত কিন্নরদল

Last Updated:

Nabanna Festival: নতুন ধানের উৎসব নবান্ন,এই উৎসবে সামিল হলেন কিন্নররা

+
নবান্ন

নবান্ন উৎসব পালন 

বীরভূম,সৌভিক রায়: নবান্ন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটি উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। “নবান্ন” শব্দের অর্থ “নতুন অন্ন” বা “নব অন্ন”। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।  নতুন ধান ঘরে তোলার আনন্দে এই উৎসব আজও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
বহু গ্রামে নতুন চাল উঠতেই দেবী লক্ষ্মী বা অন্নপূর্ণার পুজো, ভোগ নিবেদন এবং বিশেষ রান্নার মধ্য দিয়ে উদযাপিত হয় নবান্ন। এই উৎসবের মূল বার্তা অন্নের প্রতি কৃতজ্ঞতা এবং সমকল্যাণের প্রার্থনা। ঠিক সেই গ্রামীণ প্রথা অনুসরণ করেই বোলপুরের সিয়ান–মলুক গ্রামের কিন্নর বা বৃহন্নলা গোষ্ঠীর বাড়িতেও এ বছর আয়োজিত হল নবান্ন উৎসব।  পুজো, ভোগ, আরতি, সবকিছুই সম্পন্ন হয়েছে যথাযোগ্য নিয়মে ও আন্তরিকতায়। উৎসব উপলক্ষে কমিউনিটির সদস্যদের মধ্যে ছিল বিশেষ আনন্দের পরিবেশ।
advertisement
আরও পড়ুন : ১ চামচ ক্যাস্টর অয়েল! এখানে ‘মালিশ’ করলেই বার হবে পেটে জমে থাকা গ্যাস! গলগলিয়ে সাফ পেটের নোংরা! নিপাত যাবে পেট ফাঁপা-চোঁয়া ঢেকুর-বদহজম!
কিন্নররা জানান, সমাজের একাংশ তাঁদের গ্রহণ করলেও অনেকেই এখনও দূরে রাখেন। তবুও তাঁরা হতাশ নন। তাঁদের কথায় “সমাজ যাই ভাবুক, আমরা মূল স্রোতের জীবন চাই। শিক্ষা গ্রহণই আমাদের প্রথম লক্ষ্য।” কিন্নর গোষ্ঠীর এই নবান্ন পালন শুধু উৎসবের আনন্দই নয়, বরং সমাজে অন্তর্ভুক্তি ও সমতা-বোধের এক অনুপ্রেরণাদায়ক বার্তাও তুলে ধরেছে। তাদের কথায় “আমরাও সমাজের একটি অংশ,আর সেই কারণেই আমরা এই উৎসবে যোগদান করেছি,অন্যান্য কিন্নরদের আমরা বার্তা দিচ্ছি তারাও এমন উৎসবে নিজেদের যোগদান করুক।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabanna Festival: ফিরতে চান সমাজের মূল স্রোতে, শীতের আমেজে নতুন অন্নের সুবাসে আমোদিত কিন্নরদল
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement