Nabanna Festival: ফিরতে চান সমাজের মূল স্রোতে, শীতের আমেজে নতুন অন্নের সুবাসে আমোদিত কিন্নরদল

Last Updated:

Nabanna Festival: নতুন ধানের উৎসব নবান্ন,এই উৎসবে সামিল হলেন কিন্নররা

+
নবান্ন

নবান্ন উৎসব পালন 

বীরভূম,সৌভিক রায়: নবান্ন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটি উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। “নবান্ন” শব্দের অর্থ “নতুন অন্ন” বা “নব অন্ন”। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।  নতুন ধান ঘরে তোলার আনন্দে এই উৎসব আজও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
বহু গ্রামে নতুন চাল উঠতেই দেবী লক্ষ্মী বা অন্নপূর্ণার পুজো, ভোগ নিবেদন এবং বিশেষ রান্নার মধ্য দিয়ে উদযাপিত হয় নবান্ন। এই উৎসবের মূল বার্তা অন্নের প্রতি কৃতজ্ঞতা এবং সমকল্যাণের প্রার্থনা। ঠিক সেই গ্রামীণ প্রথা অনুসরণ করেই বোলপুরের সিয়ান–মলুক গ্রামের কিন্নর বা বৃহন্নলা গোষ্ঠীর বাড়িতেও এ বছর আয়োজিত হল নবান্ন উৎসব।  পুজো, ভোগ, আরতি, সবকিছুই সম্পন্ন হয়েছে যথাযোগ্য নিয়মে ও আন্তরিকতায়। উৎসব উপলক্ষে কমিউনিটির সদস্যদের মধ্যে ছিল বিশেষ আনন্দের পরিবেশ।
advertisement
আরও পড়ুন : ১ চামচ ক্যাস্টর অয়েল! এখানে ‘মালিশ’ করলেই বার হবে পেটে জমে থাকা গ্যাস! গলগলিয়ে সাফ পেটের নোংরা! নিপাত যাবে পেট ফাঁপা-চোঁয়া ঢেকুর-বদহজম!
কিন্নররা জানান, সমাজের একাংশ তাঁদের গ্রহণ করলেও অনেকেই এখনও দূরে রাখেন। তবুও তাঁরা হতাশ নন। তাঁদের কথায় “সমাজ যাই ভাবুক, আমরা মূল স্রোতের জীবন চাই। শিক্ষা গ্রহণই আমাদের প্রথম লক্ষ্য।” কিন্নর গোষ্ঠীর এই নবান্ন পালন শুধু উৎসবের আনন্দই নয়, বরং সমাজে অন্তর্ভুক্তি ও সমতা-বোধের এক অনুপ্রেরণাদায়ক বার্তাও তুলে ধরেছে। তাদের কথায় “আমরাও সমাজের একটি অংশ,আর সেই কারণেই আমরা এই উৎসবে যোগদান করেছি,অন্যান্য কিন্নরদের আমরা বার্তা দিচ্ছি তারাও এমন উৎসবে নিজেদের যোগদান করুক।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabanna Festival: ফিরতে চান সমাজের মূল স্রোতে, শীতের আমেজে নতুন অন্নের সুবাসে আমোদিত কিন্নরদল
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement