Job Fraud: আমেরিকার কোম্পানিতে চাকরির মিথ্যা আশ্বাস! লক্ষ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Job Fraud: আমেরিকায় একটি সফ্টওয়্যার কোম্পানিতে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা অভিষেক যাদব।
কলকাতা: আমেরিকায় একটি সফ্টওয়্যার কোম্পানিতে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে৷ সাইবার জালিয়াতি মামলায় এবার গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা৷ জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম অভিষেক যাদব। কলকাতা পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ আসে ভুয়ো ডোমেন ব্যবহার করে অভিযোগকারীর কাছ থেকে ২৬ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা হাতিয়ে নেওয়া হয়।
তদন্তে উঠে আসে, indeedasia. com নামে এই ডোমেনটি কেনা হয় একটি UPI আইডির মাধ্যমে, যা যুক্ত ছিল আজমগড় জেলার সোফিপুর শাখার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
advertisement
গতকাল, রবিবার মধ্যরাতে আজমগড়ের তাহবপুর এলাকায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর অনুযায়ী, ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আজ অভিযুক্তকে আজমগড়ের সিজেএম আদালতে আবেদন করা হয় ট্রানজিট রিমান্ডের জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 08, 2025 9:20 PM IST










