Bigg Boss 19: গলা কাঁপছে, চোখে জল!'বিগ বস ১৯'-এর ফাইনালে ধর্মেন্দ্রকে নিয়ে কী বললেন সলমন,নায়কের কথা শুনলে চোখে জল আসবে আপনারও

Last Updated:

Bigg Boss 19: ধর্মেন্দ্রের কালজয়ী মুহূর্তগুলি পর্দা জুড়ে যখন দেখা যাচ্ছিল, তখন সলমন খানের কণ্ঠ কাঁপছিল এবং তাঁর চোখ জলে ভরে উঠছিল।

News18
News18
মুম্বই: বিগ বস ১৯-এর গ্র্যান্ড ফিনালে উদযাপন এবং বিনোদনের একটি রাত হওয়ার কথা ছিল। যা অপ্রত্যাশিতভাবে আবেগঘন মোড় নেয় যখন উপস্থাপক সলমন খান কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানটি কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানায়, যিনি ২৪ নভেম্বর, ২০২৫ তারিখে ভারতীয় চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা রেখে চলে যান। ধর্মেন্দ্রের কালজয়ী মুহূর্তগুলি পর্দা জুড়ে যখন দেখা যাচ্ছিল, তখন সলমন খানের কণ্ঠ কাঁপছিল এবং তাঁর চোখ জলে ভরে উঠছিল।
সলমন খান বলেন, ‘আমরা আমাদের সেই কাছের মানুষটিকে হারিয়েছি- আমাদের সবচেয়ে জনপ্রিয় মানুষ, ধর্মেন্দ্রজি। আমি মনে করি না ধরমজির চেয়ে ভাল মানুষ আর কেউ হতে পারেন। উনি যে ভাবে জীবন কাটিয়েছেন, তা কিং সাইজ ছিল, মন খুলে বেঁচেছেন। উনি ইন্ডাস্ট্রিতে সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন- কমেডি, অ্যাকশন সব কিছু।’ সলমন বারবার থেমে যাওয়ায় দৃশ্যত অভিভূত হয়ে অডিটোরিয়াম নীরব হয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
এর পর সলমন আরও বলেন যে, অনলাইনে ধর্মেন্দ্রর প্রতি এই প্রথম তিনি এত অসাধারণ জনসমাগম দেখতে পেলেন। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, ‘মূল কথা হল… তিনি ২৪ নভেম্বর মারা গিয়েছেন, সেদিন আমার বাবার জন্মদিন এবং আগামীকাল তাঁর জন্মদিন, সেই সঙ্গে আমার মায়েরও। যদি আমার এমন অনুভূতি হয়, তাহলে কল্পনা করুন সানি এবং তার পরিবার কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
নিজেকে সামলাতে না পেরে সলমন আরও বলেন, ‘দুটি শেষকৃত্য অত্যন্ত মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছিল: সুরজ বরজাতিয়ার মা এবং ধরমজির। সবাই কাঁদছিল, কিন্তু সেখানে একটা সাজসজ্জা ছিল, জীবনের উদযাপন ছিল। ববি এবং সানিকে শুভেচ্ছা। প্রতিটি শেষকৃত্য এবং প্রার্থনাসভা এত সুন্দরভাবে সম্পন্ন করা উচিত।’
advertisement
এই প্রসঙ্গে একটা কথা অনেকেরই মনে পড়ে যেতে পারে। ধর্মেন্দ্র বললেই যে শোলে ছবির কথা সবার আগে মনে পড়ে যায় ভক্তদের, তার চিত্রনাট্য লিখেছিলেন জাভেদ আখতার এবং সলমন খানের বাবা সেলিম খান যুগ্মভাবে। ধর্মেন্দ্র যে পেশিবহুল নায়কের ধারা ভারতীয় ছবির ইতিহাসে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেই উত্তরাধিকারও সার্থক ভাবে বহন করে চলেন সলমন খান। ফলে, তাঁর খারাপ তো লাগবেই!
advertisement
যদিও ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধাঞ্জলির ঝড় বইছে, জাতীয় টেলিভিশনে সলমন খানের আবেগঘন স্মৃতিচারণ কেবল একজন বর্ষীয়াণ সহকর্মীর প্রতি শোককেই তুলে ধরেনি, বরং ধর্মেন্দ্রকে ভালবেসে বেড়ে ওঠা একটি জাতির সম্মিলিত হৃদয়বিদারক অনুভূতিকেও তুলে ধরেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss 19: গলা কাঁপছে, চোখে জল!'বিগ বস ১৯'-এর ফাইনালে ধর্মেন্দ্রকে নিয়ে কী বললেন সলমন,নায়কের কথা শুনলে চোখে জল আসবে আপনারও
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement