Name Starts with 'T': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘T’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

Last Updated:
Name Starts with T Personality: আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘T’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
1/5
 নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘T’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘T’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
2/5
নামের আদ্যক্ষরে ‘T’ থাকা মানুষগুলি সাধারণত চিত্তাকর্ষক ব্যক্তিত্বের অধিকারী হয়। এর পাশাপাশি এঁরা অত্যন্ত সৃজনশীল প্রকৃতির ও শিল্পমনস্ক হন। সেই সঙ্গে খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন এঁরা। তবে স্বাধীনচেতা প্রকৃতির এই মানুষগুলি নিজেদের মত প্রকাশ করতে পিছপা হয় না। আর এঁদের মধ্যে অদ্ভুত এক ব্যক্তিত্ব থাকে, যা অন্যদের আকৃষ্ট করে। এছাড়া এঁরা বেশ আলাপী প্রকৃতিক হয়ে থাকেন। সকলের সঙ্গে কথাবার্তা, আলাপচারিতা করতে পছন্দ করেন।
নামের আদ্যক্ষরে ‘T’ থাকা মানুষগুলি সাধারণত চিত্তাকর্ষক ব্যক্তিত্বের অধিকারী হয়। এর পাশাপাশি এঁরা অত্যন্ত সৃজনশীল প্রকৃতির ও শিল্পমনস্ক হন। সেই সঙ্গে খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন এঁরা। তবে স্বাধীনচেতা প্রকৃতির এই মানুষগুলি নিজেদের মত প্রকাশ করতে পিছপা হয় না। আর এঁদের মধ্যে অদ্ভুত এক ব্যক্তিত্ব থাকে, যা অন্যদের আকৃষ্ট করে। এছাড়া এঁরা বেশ আলাপী প্রকৃতিক হয়ে থাকেন। সকলের সঙ্গে কথাবার্তা, আলাপচারিতা করতে পছন্দ করেন।
advertisement
3/5
আগেই বলা হয়েছে যে, নামের আদ্যক্ষরে ‘T’ থাকা মানুষগুলি খুবই সৃজনশীল ও কল্পনাপ্রবণ। সেই কারণে তাঁরা কেরিয়ার হিসেবে লেখালিখি, সঙ্গীত অথবা ভিজ্যুয়াল আর্টকেই বেছে নেন। এখানেই শেষ নয়, অন্ত্রেপ্রেনর হিসেবেও এঁরা দারুন। নিজেদের লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতেও পিছপা হন না। আর সবথেকে বড় কথা হল, এঁরা দারুণ ভাবে সমস্যার সমাধান করতে সক্ষম। আর চ্যালেঞ্জ নিতেও ভয় পান না। কাজের ক্ষেত্রে দৃঢ় নীতি অবলম্বন করেন এঁরা, তার ফলে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেন।
আগেই বলা হয়েছে যে, নামের আদ্যক্ষরে ‘T’ থাকা মানুষগুলি খুবই সৃজনশীল ও কল্পনাপ্রবণ। সেই কারণে তাঁরা কেরিয়ার হিসেবে লেখালিখি, সঙ্গীত অথবা ভিজ্যুয়াল আর্টকেই বেছে নেন। এখানেই শেষ নয়, অন্ত্রেপ্রেনর হিসেবেও এঁরা দারুন। নিজেদের লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতেও পিছপা হন না। আর সবথেকে বড় কথা হল, এঁরা দারুণ ভাবে সমস্যার সমাধান করতে সক্ষম। আর চ্যালেঞ্জ নিতেও ভয় পান না। কাজের ক্ষেত্রে দৃঢ় নীতি অবলম্বন করেন এঁরা, তার ফলে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেন।
advertisement
4/5
 সম্পর্কের ক্ষেত্রেও এঁরা দুর্দান্ত। রোম্যান্টিক প্রকৃতির এই মানুষগুলি বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়। মনের মানুষকে সুখী করার জন্য যে কোনও কিছু করতে পারেন এঁরা। সহানুভূতিশীল এবং ভাল শ্রোতা। সেই সঙ্গে সঙ্গীদের প্রতি যত্নশীল। সব সময় সঙ্গীদের আগলে রাখতে চান এঁরা।
সম্পর্কের ক্ষেত্রেও এঁরা দুর্দান্ত। রোম্যান্টিক প্রকৃতির এই মানুষগুলি বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়। মনের মানুষকে সুখী করার জন্য যে কোনও কিছু করতে পারেন এঁরা। সহানুভূতিশীল এবং ভাল শ্রোতা। সেই সঙ্গে সঙ্গীদের প্রতি যত্নশীল। সব সময় সঙ্গীদের আগলে রাখতে চান এঁরা।
advertisement
5/5
তবে যাঁদের নামের শুরুতে ‘T’ অক্ষর রয়েছে, তাঁরা যেহেতু খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন, তাই এর জেরে কখনও কখনও সমস্যার মধ্যে পড়তে পারেন। জেদী এবং একগুয়ে প্রকৃতির মানুষগুলি কোনও পরিস্থিতিতেই আপোস করতে চায় না। তবে কখনও কখনও নিজের উপর সন্দিহান হয়ে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভোগেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
তবে যাঁদের নামের শুরুতে ‘T’ অক্ষর রয়েছে, তাঁরা যেহেতু খুবই আবেগপ্রবণ ও সংবেদনশীল হন, তাই এর জেরে কখনও কখনও সমস্যার মধ্যে পড়তে পারেন। জেদী এবং একগুয়ে প্রকৃতির মানুষগুলি কোনও পরিস্থিতিতেই আপোস করতে চায় না। তবে কখনও কখনও নিজের উপর সন্দিহান হয়ে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভোগেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement