Astrology: ৪ দিন পরেই সূর্যের গোচর! ৫ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, হাতে আসবে কুবেরের ধন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Suriya Gochar Rashifal: জ্যোতিষশাস্ত্রে এই গ্রহের গুরুত্ব প্রবল৷ অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ গ্রহ হল বৃহস্পতি৷ ডিসেম্বর মাসেই সূর্য বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি সূর্য৷ তাই সূর্যের গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে আসবে৷ পারিবারিক জীবন সুখময় হবে। পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। যাদের সম্প্রতি বিবাহ হয়েছে, তাদের জন্য সন্তান লাভের যোগ রয়েছে। সূর্যদেবের কৃপায় স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। সন্তানের কাছ থেকে কোনও শুভ সংবাদ পেতে পারেন।
advertisement
advertisement
advertisement
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর ভাল সময় নিয়ে আসবে। সম্মান ও প্রতিপত্তি বাড়াবে। কর্মক্ষেত্রে সবাই আপনার কথার গুরুত্ব দেবে। বাড়িতে বড় কোন দায়িত্ব বা সুযোগ আসতে পারে৷ ক্রিয়েটিভ ক্ষেত্র, যেমন—মিডিয়া, ডিজাইন, আর্ট বা কনটেন্টে কাজ করা ব্যক্তিরা বিশেষ সাফল্য অর্জন করতে পারেন। প্রেম ও শিক্ষাসংক্রান্ত বিষয়েও ইতিবাচকতা বাড়বে, যার ফলে মনে ভারসাম্য ও উদ্দীপনা বজায় থাকবে।
advertisement
ধনু রাশি: ধনু রাশিতেই গোচর করছেন সূর্যদেব৷ তাই ধনু রাশির জাতক জাতিকাদের ইতিবাচক প্রভাব পড়বে সূর্যের গোচরের৷ কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে ভালো দিন আসছে। ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। চাকরিজীবীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ দেখা যাবে৷ আর্থিক অবস্থা মজবুত হবে। আয়ের প্রবাহ ভাল থাকবে। প্রেম জীবনেও সুখের ছোঁয়া থাকবে৷ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )









