বাস্তু মেনে ঘর সাজিয়ে রাখার, কোনদিকে কোন জিনিস রাখলে সৌভাগ্য় আসবে, কোনটা কোথায় থাকাই বা দুর্ভাগ্য়ের লক্ষণ তার নামই ফেংশুই। নিয়ম মেনে ঘর থেকে কিছু জিনিস বাদ দিলেই আপানর সৌভাগ্য় কেউ আটকাতে পারবে না।
2/ 8
ঘরে তাজা গাছ রাখে যেমন শুভ, তেমনই শুকনো বা মরা গাছ ঘরে রাখলে তা জীর্ণতার প্রতীক । শুকনো গাছ ঘরে থাকলে তাই আজই ফেলে দিন।
3/ 8
ঘরে সব সময় পজিটিভ এনার্জি বজায় রাখতে ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখা গুরুত্বপূর্ণI নোংরা, অগোছালো ঘরে নেগেটিভ এনার্জি বিরাজ করেI যা জীবনে অশান্তি নিয়ে আসে।
4/ 8
বাড়ির সদর দরজাই আমাদের ঘরে এনার্জির মূল প্রবেশপথ। এই প্রবেশপথ সবসময পরিষ্কার এবং বাধাহীন রাখা প্রয়োজন। প্রবেশপথ অপরিষ্কার, অগোছালো থাকলে ঘরে পজিটি এনার্জি প্রবেশে বাধা পায়।
5/ 8
টয়লেট ব্য়বহার না করলে টয়লেট সিটের ঢাকনা সব সময় বন্ধ করে রাখুন। এর পিছনে যেমন হাইজিনের কারণ রয়েছে, তেমনই ফেংশুই মতে টয়লেটের ঢাকনা খোলা থাকা মানে পজিটিভ এনার্জি ফ্লাশ আউট হয়ে যাওয়া বোঝায়।
6/ 8
আমরা অনেক সময়ই টিভি, ফ্রিজ, ঘড়ি খারাপ হয়ে গেলেও বাড়িতে ফেলে রাখি। এগুলো থেকে নেগেটিভ এনার্জি ছড়ায়। আপনার বাড়িতে এগুলো থাকলে সারিয়ে নিন অথবা ফেলে দিন।
7/ 8
বাড়িতে কোথায় টাকা. গয়না বা মূল্য়বান বস্তু রাখছেন তা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। ফেংশুই-এর নিয়ম অনুযায়ী দেখে নিন বাড়ির কোথায় রাখবেন এগুলো বা কোনও ফেংশুই বিশেষজ্ঞ ডেকে লকার বানিয়ে নিন।
8/ 8
ঘরের দেওযালে এমন ছবি রাখুন যা অর্থ, সমৃদ্ধির প্রতীক। যেমন জল বা ঝরনার ছবি সৌভাগ্য়, সমৃদ্ধি বোঝায়।
ফেংশুই মতে ঘরে এগুলো রাখা অশুভ, আপনার ঘরে থাকলে আজই ফেলে দিন
বাস্তু মেনে ঘর সাজিয়ে রাখার, কোনদিকে কোন জিনিস রাখলে সৌভাগ্য় আসবে, কোনটা কোথায় থাকাই বা দুর্ভাগ্য়ের লক্ষণ তার নামই ফেংশুই। নিয়ম মেনে ঘর থেকে কিছু জিনিস বাদ দিলেই আপানর সৌভাগ্য় কেউ আটকাতে পারবে না।
ফেংশুই মতে ঘরে এগুলো রাখা অশুভ, আপনার ঘরে থাকলে আজই ফেলে দিন
বাড়ির সদর দরজাই আমাদের ঘরে এনার্জির মূল প্রবেশপথ। এই প্রবেশপথ সবসময পরিষ্কার এবং বাধাহীন রাখা প্রয়োজন। প্রবেশপথ অপরিষ্কার, অগোছালো থাকলে ঘরে পজিটি এনার্জি প্রবেশে বাধা পায়।
ফেংশুই মতে ঘরে এগুলো রাখা অশুভ, আপনার ঘরে থাকলে আজই ফেলে দিন
টয়লেট ব্য়বহার না করলে টয়লেট সিটের ঢাকনা সব সময় বন্ধ করে রাখুন। এর পিছনে যেমন হাইজিনের কারণ রয়েছে, তেমনই ফেংশুই মতে টয়লেটের ঢাকনা খোলা থাকা মানে পজিটিভ এনার্জি ফ্লাশ আউট হয়ে যাওয়া বোঝায়।
ফেংশুই মতে ঘরে এগুলো রাখা অশুভ, আপনার ঘরে থাকলে আজই ফেলে দিন
আমরা অনেক সময়ই টিভি, ফ্রিজ, ঘড়ি খারাপ হয়ে গেলেও বাড়িতে ফেলে রাখি। এগুলো থেকে নেগেটিভ এনার্জি ছড়ায়। আপনার বাড়িতে এগুলো থাকলে সারিয়ে নিন অথবা ফেলে দিন।