ইনি খুনের অপরাধে ১৪ বছরের জেল খেটে MBBS পাস করে আজ ডাক্তার!

Last Updated:
২০০২ সালে একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ৷ আদালত তাঁকে ১৪ বছরের হাজতবাসের নির্দেশ দেয়৷ এমবিবিএস-এর ছাত্র সুভাষের জীবনে বড় ধাক্কা৷ এরপর ১৪ বছর ধরে জেলে কুঠুরিতে বসে নিজেকে প্রস্তুত করতে শুরু করেন৷ প্রচুর বই পড়েন৷ ডাক্তার হওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে রেখে!
1/6
অদম্য ইচ্ছে থাকলে যেকোনও লক্ষ্য ছোঁয়া যায়৷ প্রমাণ করলেন কর্নাটকের কালবুর্গির বাসিন্দা সুভাষ পাতিল৷ জেলে বসে একটি স্বপ্ন বুনেছিলেন৷ ছাড়া পেয়েই তা বাস্তব রূপ দিলেন৷ সুভাষ এখন গর্বিত ডাক্তার৷
অদম্য ইচ্ছে থাকলে যেকোনও লক্ষ্য ছোঁয়া যায়৷ প্রমাণ করলেন কর্নাটকের কালবুর্গির বাসিন্দা সুভাষ পাতিল৷ জেলে বসে একটি স্বপ্ন বুনেছিলেন৷ ছাড়া পেয়েই তা বাস্তব রূপ দিলেন৷ সুভাষ এখন গর্বিত ডাক্তার৷
advertisement
2/6
সুভাষ পাতিলের সাফল্য আপনাকেও অনুপ্রেরণা দেবে৷ কী ভাবে সুভাষ তাঁর লক্ষ্য ছুঁলেন? ছোট থেকেই স্বপ্ন দেখতেন ডাক্তা হবেন৷ মেধাবী ছাত্র ছিলেন৷ স্কুল-কলেজে রেজাল্টও ভালো৷ ১৯৯৭ সালে জয়েন্টে ভালো র‌্যাঙ্ক করে এমবিবিএস-এ ভর্তি হন তিনি৷
সুভাষ পাতিলের সাফল্য আপনাকেও অনুপ্রেরণা দেবে৷ কী ভাবে সুভাষ তাঁর লক্ষ্য ছুঁলেন? ছোট থেকেই স্বপ্ন দেখতেন ডাক্তা হবেন৷ মেধাবী ছাত্র ছিলেন৷ স্কুল-কলেজে রেজাল্টও ভালো৷ ১৯৯৭ সালে জয়েন্টে ভালো র‌্যাঙ্ক করে এমবিবিএস-এ ভর্তি হন তিনি৷
advertisement
3/6
২০০২ সালে একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ৷ আদালত তাঁকে ১৪ বছরের হাজতবাসের নির্দেশ দেয়৷ এমবিবিএস-এর ছাত্র সুভাষের জীবনে বড় ধাক্কা৷ এরপর ১৪ বছর ধরে জেলে কুঠুরিতে বসে নিজেকে প্রস্তুত করতে শুরু করেন৷ প্রচুর বই পড়েন৷ ডাক্তার হওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে রেখে!
২০০২ সালে একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ৷ আদালত তাঁকে ১৪ বছরের হাজতবাসের নির্দেশ দেয়৷ এমবিবিএস-এর ছাত্র সুভাষের জীবনে বড় ধাক্কা৷ এরপর ১৪ বছর ধরে জেলে কুঠুরিতে বসে নিজেকে প্রস্তুত করতে শুরু করেন৷ প্রচুর বই পড়েন৷ ডাক্তার হওয়ার স্বপ্নটাকে জাপটে ধরে রেখে!
advertisement
4/6
ভালো ব্যবহারের জন্য ২০১৬ সালে ছাড়া পান তিনি৷ এরপর আবার এমবিবিএস-এর জন্য পরীক্ষায় বসেন৷ পাশ করেন সম্মানের সঙ্গে৷ সুভাষের বয়স ৪০৷ ফের শুরু হয় ডাক্তারি পড়া৷ সম্প্রতি তিনি এমবিবিএস পাশ করেছেন৷ সুভাষ জানিয়েছেন, ২০০৮ সালে টিবি রোগের চিকিত্‍সার জন্য সুভাষকে স্বাস্থ্য বিভাগকে থেকে পুরস্কার দেওয়া হয়৷
ভালো ব্যবহারের জন্য ২০১৬ সালে ছাড়া পান তিনি৷ এরপর আবার এমবিবিএস-এর জন্য পরীক্ষায় বসেন৷ পাশ করেন সম্মানের সঙ্গে৷ সুভাষের বয়স ৪০৷ ফের শুরু হয় ডাক্তারি পড়া৷ সম্প্রতি তিনি এমবিবিএস পাশ করেছেন৷ সুভাষ জানিয়েছেন, ২০০৮ সালে টিবি রোগের চিকিত্‍সার জন্য সুভাষকে স্বাস্থ্য বিভাগকে থেকে পুরস্কার দেওয়া হয়৷
advertisement
5/6
জেলে বসে পড়াশো করে সুভাষ ২০০৭ সালে সাংবাদিকতায় ডিপ্লোমা করেন৷ ২০১০ সালে কর্নাটক রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাশ করেন৷
জেলে বসে পড়াশো করে সুভাষ ২০০৭ সালে সাংবাদিকতায় ডিপ্লোমা করেন৷ ২০১০ সালে কর্নাটক রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাশ করেন৷
advertisement
6/6
সুভাষের কথায়, 'অপরাধের পর অনুতাপ হয়েছিল৷ তখনই জেদ ধরি, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবোই৷ শুরু করি প্রচণ্ড পরিশ্রম৷ জেলের কুঠুরিতে বসেই পড়াশোনা শুরু করি৷'
সুভাষের কথায়, 'অপরাধের পর অনুতাপ হয়েছিল৷ তখনই জেদ ধরি, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবোই৷ শুরু করি প্রচণ্ড পরিশ্রম৷ জেলের কুঠুরিতে বসেই পড়াশোনা শুরু করি৷'
advertisement
advertisement
advertisement