Winter Laundry Hacks: শীতে রোদ নেই? তবু কাপড় শুকোবে ঝরঝরে, দুর্গন্ধও থাকবে দূরে, জানুন সহজ কৌশল

Last Updated:
শীতে রোদ না থাকলে কাপড় শুকোতে সমস্যা? জেনে নিন ঘরেই কাপড় দ্রুত শুকোনো ও স্যাঁতসেঁতে গন্ধ দূর করার সহজ লন্ড্রি হ্যাকস
1/6
শীতকালের সব ভাল হলেও, একটা বড় নেগেটিভ দিক আছে! শীতে রোদ কম! ফলে কাচা জামাকাপড় শুকানোর নামই নেয়না! ৩-৪ দিন মেলা থাকলেও শোকায় না জামাকাপড়! তবে চিন্তা করবেন না! রইল ঘরোয়া কিছু ট্রিকস, শীতে রোদ ছাড়াই শুকিয়ে ফেলতে পারবেন জামাকাপড়, দুর্গন্ধও থাকবে না!( Image- Local18)
শীতকালের সব ভাল হলেও, একটা বড় নেগেটিভ দিক আছে! শীতে রোদ কম! ফলে কাচা জামাকাপড় শুকানোর নামই নেয়না! ৩-৪ দিন মেলা থাকলেও শোকায় না জামাকাপড়! তবে চিন্তা করবেন না! রইল ঘরোয়া কিছু ট্রিকস, শীতে রোদ ছাড়াই শুকিয়ে ফেলতে পারবেন জামাকাপড়, দুর্গন্ধও থাকবে না!( Image- Local18)
advertisement
2/6
মোজা বা রুমালের মতো ছোট কাপড়ের ক্ষেত্রে দারুণ কাজে আসে স্যালাড স্পিনার। অল্প ক্ষণ ঘোরালেই অতিরিক্ত জল ঝরে যায়, ফলে ঝুলিয়ে রাখার পর কাপড় অনেক তাড়াতাড়ি শুকোয়। (Local18)
মোজা বা রুমালের মতো ছোট কাপড়ের ক্ষেত্রে দারুণ কাজে আসে স্যালাড স্পিনার। অল্প ক্ষণ ঘোরালেই অতিরিক্ত জল ঝরে যায়, ফলে ঝুলিয়ে রাখার পর কাপড় অনেক তাড়াতাড়ি শুকোয়। (Local18)
advertisement
3/6
কুয়াশাচ্ছন্ন বা মেঘলা দিন, যখন একেবারেই রোদ থাকে না, তখন কাপড় ঘরের মধ্যেই শুকোনো ভাল। জানালার পাশে, বারান্দায় বা ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় কাপড় ঝুলিয়ে দিন, যাতে হাওয়া সহজে চলাচল করতে পারে এবং স্যাঁতসেঁতে গন্ধ তৈরি না হয়। (Local18)
কুয়াশাচ্ছন্ন বা মেঘলা দিন, যখন একেবারেই রোদ থাকে না, তখন কাপড় ঘরের মধ্যেই শুকোনো ভাল। জানালার পাশে, বারান্দায় বা ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় কাপড় ঝুলিয়ে দিন, যাতে হাওয়া সহজে চলাচল করতে পারে এবং স্যাঁতসেঁতে গন্ধ তৈরি না হয়। (Local18)
advertisement
4/6
কাপড় খুব কাছাকাছি ঝুলিয়ে রাখবেন না। হালকা ও ভারী কাপড় আলাদা আলাদা ঝোলান, প্রতিটি কাপড়ের মাঝে যথেষ্ট ফাঁক রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে! এতে কাপড় ঝটপট শুকোয়। (Local18)
কাপড় খুব কাছাকাছি ঝুলিয়ে রাখবেন না। হালকা ও ভারী কাপড় আলাদা আলাদা ঝোলান, প্রতিটি কাপড়ের মাঝে যথেষ্ট ফাঁক রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে! এতে কাপড় ঝটপট শুকোয়। (Local18)
advertisement
5/6
ওয়াশিং মেশিনে 'স্পিন' মোড অন রাখুন, এতে কাপড়ের বাড়তি জল বেরিয়ে যায়, কাপড় তাড়াতাড়ি শুকোয়, দুর্গন্ধ হওয়ার ঝুঁকিও কমে। ধোয়া শেষ হওয়ার পর কাপড় অনেক ক্ষণ মেশিনের ভেতর ফেলে রাখবেন না। (Local18)
ওয়াশিং মেশিনে 'স্পিন' মোড অন রাখুন, এতে কাপড়ের বাড়তি জল বেরিয়ে যায়, কাপড় তাড়াতাড়ি শুকোয়, দুর্গন্ধ হওয়ার ঝুঁকিও কমে। ধোয়া শেষ হওয়ার পর কাপড় অনেক ক্ষণ মেশিনের ভেতর ফেলে রাখবেন না। (Local18)
advertisement
6/6
শুকোতে দেওয়া কাপড়ের পাশে একটি ফ্যান চালিয়ে রাখুন। প্রয়োজন হলে নিরাপদ দূরত্বে হিটারও ব্যবহার করতে পারেন। এতে বাতাস শুষ্ক থাকে এবং কাপড় ঝটপট শুকোয়। কাপড় পুরোপুরি শুকোনোর পরেই আলমারিতে তুলবেন (Local18)
শুকোতে দেওয়া কাপড়ের পাশে একটি ফ্যান চালিয়ে রাখুন। প্রয়োজন হলে নিরাপদ দূরত্বে হিটারও ব্যবহার করতে পারেন। এতে বাতাস শুষ্ক থাকে এবং কাপড় ঝটপট শুকোয়। কাপড় পুরোপুরি শুকোনোর পরেই আলমারিতে তুলবেন (Local18)
advertisement
advertisement
advertisement