India vs New Zealand: রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের মরণবাঁচন ম্যাচে দল থেকে বাদ দুই তারকা! রয়েছেন এক সিনিয়র ক্রিকেটারও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের মরণবাঁচন ম্যাচ ১৮ জানুয়ারি ইন্দোরে। দলকে জয়ে ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট, বাদ যেতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার।
রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের মরণবাঁচন ম্যাচ ১৮ জানুয়ারি ইন্দোরে। দলকে জয়ে ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ যেতে পারেন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।
জাদেজা এই সিরিজে দুই ম্যাচে কোনো উইকেট পাননি। এছাড়াও বল হাতে শেষ পাঁচ ম্যাচে মাত্র ১টি উইকেট পেয়েছেন। তাই শেষ ম্যাচে বাদ পড়তে হতে পারে জাদেজাকে।
তার পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন আয়ুষ বাদোনি। চোট পেয়ে দল থেকে বাদ পড়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে ফিরেছেন আয়ুষ বাদোনি। আয়ুষ বাদোনি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলার হিসাবেও দলে অবদান রাখতে পারেন। ইন্দোরে এই ডানহাতি বোলারকে সুযোগ দেওয়ারহ সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে শেষ একদিনের ম্যাচে দলে সুযোগ পেতে পারেন অর্শদীপ সিংও।
advertisement
advertisement
প্রথম দুই ম্যাচে প্রসিধ কৃষ্ণ দলে সুযোগ পেলেও তেমন কোনও অবদান রাখতে পারেননি। তাই শেষ ম্যাচে দলে সুযোগ দেওয়া হতে পারে অর্শদীপকে। তবে এই দুই পরিবর্তন ছাড়া ব্যাটিংয়ে অন্য কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। তবে নীতীশ রেড্ডির পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া হলেও নীতীশের দল থেকে বাদ যাওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় ম্যাচে তেমন দাগ কাটতে না পারলেও দলে থাকবেন।
advertisement
দ্বিতীয় ম্যাচেও রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। বিশ্বের সেরা ODI ব্যাটার বিরাট ভারতের হয়ে New Zealand-এর বিপক্ষে ODI-তে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন। India-New Zealand দ্বিতীয় এক দিনের ম্যাচে মাত্র ১ রান দরকার ছিল তাঁর এই রেকর্ড গড়তে। সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে তিনিই এখন ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 7:09 PM IST









