Virat Kohli: কোহলির ODI র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে ওঠা নিয়ে বিরাট ভুল করল আইসিসি! শুধরে নিতেই মুকুটে নতুন পালক

Last Updated:
Virat Kohli: দারুণ ছন্দে বিরাট কোহলি, ফর্মের জন্য প্রায় পাঁচ বছর পর প্রথমবার ICC ODI র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানে দেখা গিয়েছে বিরাটকে। ৩৭ বছর বয়সি বিরাট শেষ ছয়টা ম্যাচে পাঁচবার ৫০ বা তার বেশি রান করেছেন, যার মধ্যে দুটো সেঞ্চুরি আছে।
1/5
দারুণ ছন্দে বিরাট কোহলি, ফর্মের জন্য প্রায় পাঁচ বছর পর প্রথমবার ICC ODI র‍্যাঙ্কিং-এ ১ নম্বর স্থানে দেখা গিয়েছে বিরাটকে। ৩৭ বছর বয়সি বিরাট শেষ ছয়টা ম্যাচে পাঁচবার ৫০ বা তার বেশি রান করেছেন, যার মধ্যে দুটো সেঞ্চুরি আছে। তবে, এর কিছুক্ষণ পরেই ICC সোশ্যাল মিডিয়ায় একটা গ্রাফিক্স পোস্ট করেছিল, যেখানে দেখানো হয়েছিল Kohli কেরিয়ারে কতদিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন। ICC-র এই ভুলটা অনেক নেটিজেন ধরিয়ে দেন, পরে সেটা ঠিক করা হয়।
দারুণ ছন্দে বিরাট কোহলি, ফর্মের জন্য প্রায় পাঁচ বছর পর প্রথমবার ICC ODI র‍্যাঙ্কিং-এ ১ নম্বর স্থানে দেখা গিয়েছে বিরাটকে। ৩৭ বছর বয়সি বিরাট শেষ ছয়টা ম্যাচে পাঁচবার ৫০ বা তার বেশি রান করেছেন, যার মধ্যে দুটো সেঞ্চুরি আছে। তবে, এর কিছুক্ষণ পরেই ICC সোশ্যাল মিডিয়ায় একটা গ্রাফিক্স পোস্ট করেছিল, যেখানে দেখানো হয়েছিল Kohli কেরিয়ারে কতদিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন। ICC-র এই ভুলটা অনেক নেটিজেন ধরিয়ে দেন, পরে সেটা ঠিক করা হয়।
advertisement
2/5
প্রথম গ্রাফিক্সে ICC বলেছিল কোহলি কেরিয়ারে ৮২৫ দিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন, আর এই হিসেবে ওঁকে ১০ নম্বরে রাখা হয়েছিল, যারা সবচেয়ে বেশি দিন ১ নম্বর ছিলেন তাদের লিস্টে।
প্রথম গ্রাফিক্সে ICC বলেছিল কোহলি কেরিয়ারে ৮২৫ দিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন, আর এই হিসেবে ওঁকে ১০ নম্বরে রাখা হয়েছিল, যারা সবচেয়ে বেশি দিন ১ নম্বর ছিলেন তাদের লিস্টে।
advertisement
3/5
কিন্তু এটা বড় ভুল ছিল, কারণ ICC-র আগের অনেক ডকুমেন্টে বলা আছে Kohli মোট ১,৫৪৭ দিন ১ নম্বর স্থানে ছিলেন। শেষে ICC ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করে দেয়, আর আবার জানায় Kohli সত্যিই ১,৫৪৭ দিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন।
কিন্তু এটা বড় ভুল ছিল, কারণ ICC-র আগের অনেক ডকুমেন্টে বলা আছে Kohli মোট ১,৫৪৭ দিন ১ নম্বর স্থানে ছিলেন। শেষে ICC ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করে দেয়, আর আবার জানায় Kohli সত্যিই ১,৫৪৭ দিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন।
advertisement
4/5
এই কারণে কোহলির একদিনের ক্রিকেটে শীর্ষ স্থানে থাকার জন্য তালিকায় ১০ নম্বর থেকে উঠে গিয়ে এখন তিন নম্বরে, যেখানে ওঁর আগে আছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস (২,৩০৬ দিন) আর ব্রায়ান লারা (২,০৭৯ দিন)।
এই কারণে কোহলির একদিনের ক্রিকেটে শীর্ষ স্থানে থাকার জন্য তালিকায় ১০ নম্বর থেকে উঠে গিয়ে এখন তিন নম্বরে, যেখানে ওঁর আগে আছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস (২,৩০৬ দিন) আর ব্রায়ান লারা (২,০৭৯ দিন)।
advertisement
5/5
প্রসঙ্গত, এর আগে দীর্ঘ দিন টি২০ এবং টেস্ট ক্রিকেটেও এক নম্বরে ছিলেন বিরাট। তবে দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে টি২০ থেকে অবসর নেন কোহলি। পরে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন কোহলি। ভক্তরা এখন আশায় বুক বাঁধছেন ২০২৭ সালে তিনি এক দিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবেন।
প্রসঙ্গত, এর আগে দীর্ঘ দিন টি২০ এবং টেস্ট ক্রিকেটেও এক নম্বরে ছিলেন বিরাট। তবে দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে টি২০ থেকে অবসর নেন কোহলি। পরে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন কোহলি। ভক্তরা এখন আশায় বুক বাঁধছেন ২০২৭ সালে তিনি এক দিনের ক্রিকেট বিশ্বকাপ খেলবেন।
advertisement
advertisement
advertisement