Virat Kohli: কোহলির ODI র্যাঙ্কিংয়ে ১ নম্বরে ওঠা নিয়ে বিরাট ভুল করল আইসিসি! শুধরে নিতেই মুকুটে নতুন পালক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli: দারুণ ছন্দে বিরাট কোহলি, ফর্মের জন্য প্রায় পাঁচ বছর পর প্রথমবার ICC ODI র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানে দেখা গিয়েছে বিরাটকে। ৩৭ বছর বয়সি বিরাট শেষ ছয়টা ম্যাচে পাঁচবার ৫০ বা তার বেশি রান করেছেন, যার মধ্যে দুটো সেঞ্চুরি আছে।
দারুণ ছন্দে বিরাট কোহলি, ফর্মের জন্য প্রায় পাঁচ বছর পর প্রথমবার ICC ODI র‍্যাঙ্কিং-এ ১ নম্বর স্থানে দেখা গিয়েছে বিরাটকে। ৩৭ বছর বয়সি বিরাট শেষ ছয়টা ম্যাচে পাঁচবার ৫০ বা তার বেশি রান করেছেন, যার মধ্যে দুটো সেঞ্চুরি আছে। তবে, এর কিছুক্ষণ পরেই ICC সোশ্যাল মিডিয়ায় একটা গ্রাফিক্স পোস্ট করেছিল, যেখানে দেখানো হয়েছিল Kohli কেরিয়ারে কতদিন ১ নম্বর ODI ব্যাটার ছিলেন। ICC-র এই ভুলটা অনেক নেটিজেন ধরিয়ে দেন, পরে সেটা ঠিক করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement








