Affordable Bed: সুখের রাত কাটান মাত্র ১৫০০ টাকায়, একবার শুলে আর উঠতে মন চাইবে না! দেখলেই হামলে পড়ছে লোকে

Last Updated:
Howrah Affordable Bed: ক্রেতার বাড়িতে এসে দিচ্ছেন খাটিয়া, দড়ি নয় নাইলন ফিতেতে বুনে দেওয়া খাটিয়া। দাম লাগালের মধ্যে।
1/5
দড়ির খাটিয়া নয়, লাইলনের ফিতে দিয়ে তৈরি। ঘরের সামনে মিলছে আরামদায়ক খাটিয়া! দাম দারুণ কম, একটি চেয়ারের দামে খাটিয়া। তাতেই দারুন আগ্রহ দেখাচ্ছে মানুষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
দড়ির খাটিয়া নয়, লাইলনের ফিতে দিয়ে তৈরি। ঘরের সামনে মিলছে আরামদায়ক খাটিয়া! দাম দারুণ কম, একটি চেয়ারের দামে খাটিয়া। তাতেই দারুন আগ্রহ দেখাচ্ছে মানুষ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
একটা সময় খাটিয়ার দারুন চল ছিল। তবে সেই খাটিয়া কাঠের কাঠামো -পায়ায় দড়ি টান দিয়ে তৈরি হত। কিন্তু বর্তমানে লোহার খাঁচায় নাইলন ফিতে টান দিয়ে তৈরি আরামদায়ক খাটিয়া আরও মজবুত।
একটা সময় খাটিয়ার দারুন চল ছিল। তবে সেই খাটিয়া কাঠের কাঠামো -পায়ায় দড়ি টান দিয়ে তৈরি হত। কিন্তু বর্তমানে লোহার খাঁচায় নাইলন ফিতে টান দিয়ে তৈরি আরামদায়ক খাটিয়া আরও মজবুত।
advertisement
3/5
খাটিয়া নিতে হলে, হাটে-বাজারে বা অন্যত্র যেতে হয়। কিন্তু এই খাটিয়া বিক্রেতা নিয়ে হাজির হচ্ছেন বাড়িতে। সরঞ্জাম নিয়ে এসে ক্রেতার চোখের সামনে খাটিয়া ফিটিংস করে ফিতে বুনে তৈরি হচ্ছে খাটিয়া।
খাটিয়া নিতে হলে, হাটে-বাজারে বা অন্যত্র যেতে হয়। কিন্তু এই খাটিয়া বিক্রেতা নিয়ে হাজির হচ্ছেন বাড়িতে। সরঞ্জাম নিয়ে এসে ক্রেতার চোখের সামনে খাটিয়া ফিটিংস করে ফিতে বুনে তৈরি হচ্ছে খাটিয়া।
advertisement
4/5
এই জিনিস কাঠ ও দড়ির খাটিয়ার থেকে অনেক বেশি টেকসই। লোহার মজবুত ফ্রেম তাতে নাইলন ফিতে পেঁচিয়ে বুনে দেওয়া। দাম মাত্র ১৫০০ হাজার টাকা।
এই জিনিস কাঠ ও দড়ির খাটিয়ার থেকে অনেক বেশি টেকসই। লোহার মজবুত ফ্রেম তাতে নাইলন ফিতে পেঁচিয়ে বুনে দেওয়া। দাম মাত্র ১৫০০ হাজার টাকা।
advertisement
5/5
বিক্রেতা বাইকে ১৫ - ২০ টি খাটিয়ার সামগ্রী বাইকে বেঁধে গ্রামে ঘুরছেন। ইচ্ছুক ব্যক্তির বাড়িতে পৌঁছে ৩০-৪০ মিনিটের মধ্যেই নাইলন ফিতে বুনে, খাটিয়া ফিটিংস করে দিচ্ছেন। গ্রামের মানুষ বাড়িতে এমন সুযোগ পেয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন কিনতে। অনেকেই টেকসই কিনা, সেটিও যাচাই করে নিচ্ছেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বিক্রেতা বাইকে ১৫ - ২০ টি খাটিয়ার সামগ্রী বাইকে বেঁধে গ্রামে ঘুরছেন। ইচ্ছুক ব্যক্তির বাড়িতে পৌঁছে ৩০-৪০ মিনিটের মধ্যেই নাইলন ফিতে বুনে, খাটিয়া ফিটিংস করে দিচ্ছেন। গ্রামের মানুষ বাড়িতে এমন সুযোগ পেয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন কিনতে। অনেকেই টেকসই কিনা, সেটিও যাচাই করে নিচ্ছেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement