Weekend Trip: কলকাতার একেবারে কাছেই 'মিনি ডাল লেক', একঘেয়েমি জীবন থেকে মিলবে মুক্তি, ঘুরে আসুন মোহময়ী বরতির বিল

Last Updated:
Weekend Trip: কয়েক মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বিল যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস— যেখানে জল, আকাশ আর সবুজের মেলবন্ধন মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে
1/6
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের এক মনোমুগ্ধকর জলাভূমি এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের নজর কাড়ছে। স্থানীয়দের কাছে যার নাম ‘বল্লির বিল’। কয়েক মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বিল যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস— যেখানে জল, আকাশ আর সবুজের মেলবন্ধন মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের এক মনোমুগ্ধকর জলাভূমি এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের নজর কাড়ছে। স্থানীয়দের কাছে যার নাম ‘বল্লির বিল’। কয়েক মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বিল যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস— যেখানে জল, আকাশ আর সবুজের মেলবন্ধন মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে।
advertisement
2/6
বল্লির বিলের চারপাশে গড়ে উঠেছে শান্ত, মনোরম সব গ্রাম। পূর্বদিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই বিলের পথে যেতে গেলে চোখে পড়বে নদী, গাছ, পাখি আর প্রকৃতির অবাধ সৌন্দর্য। তেঁতুলিয়া দিক বা অন্য দিক— দু’দিক দিয়েই সহজে পৌঁছে যাওয়া যায় এই স্বর্গীয় জায়গায়। গুগলে শুধু ‘দবিলা’ লিখে সার্চ করলেই পথ নির্দেশ মিলবে। স্থানীয় মানুষরাও আন্তরিকভাবে সাহায্য করেন পথ চিনিয়ে দিতে। পথে যেতে যেতে নদীর মনোহর দৃশ্য যেন উপরি পাওনা।
বল্লির বিলের চারপাশে গড়ে উঠেছে শান্ত, মনোরম সব গ্রাম। পূর্বদিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই বিলের পথে যেতে গেলে চোখে পড়বে নদী, গাছ, পাখি আর প্রকৃতির অবাধ সৌন্দর্য। তেঁতুলিয়া দিক বা অন্য দিক— দু’দিক দিয়েই সহজে পৌঁছে যাওয়া যায় এই স্বর্গীয় জায়গায়। গুগলে শুধু ‘দবিলা’ লিখে সার্চ করলেই পথ নির্দেশ মিলবে। স্থানীয় মানুষরাও আন্তরিকভাবে সাহায্য করেন পথ চিনিয়ে দিতে। পথে যেতে যেতে নদীর মনোহর দৃশ্য যেন উপরি পাওনা।
advertisement
3/6
বিলের মাঝ বরাবর চলে গেছে একটি সরু রাস্তা, যার দু’পাশে সারি সারি গাছ। বর্ষায় এখানে চারদিক শুধু জল আর জল, নৌকায় করে চলাচলই তখন প্রধান মাধ্যম। তবে শীত এলে শুকনো মাঠে দেখা যায় চাষের ব্যস্ততা। বিশাল এই বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাকালে যেন দিগন্ত পর্যন্ত জলের বিস্তার চোখে পড়ে।
বিলের মাঝ বরাবর চলে গেছে একটি সরু রাস্তা, যার দু’পাশে সারি সারি গাছ। বর্ষায় এখানে চারদিক শুধু জল আর জল, নৌকায় করে চলাচলই তখন প্রধান মাধ্যম। তবে শীত এলে শুকনো মাঠে দেখা যায় চাষের ব্যস্ততা। বিশাল এই বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাকালে যেন দিগন্ত পর্যন্ত জলের বিস্তার চোখে পড়ে।
advertisement
4/6
প্রকৃতি আর নির্জনতা পছন্দ করেন যারা, তাদের জন্য বল্লির বিল হতে পারে এক আদর্শ গন্তব্য। বিকেলের সূর্য যখন জলের গায়ে সোনালী রঙ ছড়িয়ে দেয়, তখন গোটা বিল যেন আলোর জাদুতে ভরে ওঠে। এখানে বসে বা নৌকা ভাসিয়ে সময় কাটানো এক অপূর্ব অভিজ্ঞতা— মনে হয় যেন সময় থেমে গেছে, কেবল প্রকৃতির শব্দই বয়ে চলেছে চারদিকে।
প্রকৃতি আর নির্জনতা পছন্দ করেন যারা, তাদের জন্য বল্লির বিল হতে পারে এক আদর্শ গন্তব্য। বিকেলের সূর্য যখন জলের গায়ে সোনালী রঙ ছড়িয়ে দেয়, তখন গোটা বিল যেন আলোর জাদুতে ভরে ওঠে। এখানে বসে বা নৌকা ভাসিয়ে সময় কাটানো এক অপূর্ব অভিজ্ঞতা— মনে হয় যেন সময় থেমে গেছে, কেবল প্রকৃতির শব্দই বয়ে চলেছে চারদিকে।
advertisement
5/6
গ্রামের মানুষদের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের জীবনের সরলতা ও আনন্দের মেলবন্ধন। অনেক সময় তারা আগত পর্যটকদের নিজেদের নৌকায় বিল ভ্রমণের সুযোগও করে দেন। সেই নৌকা ভ্রমণ এক অন্যরকম অনুভূতি দেয়— মনে হয় যেন কোনও উপন্যাসের চরিত্র হয়ে ভেসে চলেছি প্রকৃতির বুকে।
গ্রামের মানুষদের সঙ্গে কথা বললে বোঝা যায় তাদের জীবনের সরলতা ও আনন্দের মেলবন্ধন। অনেক সময় তারা আগত পর্যটকদের নিজেদের নৌকায় বিল ভ্রমণের সুযোগও করে দেন। সেই নৌকা ভ্রমণ এক অন্যরকম অনুভূতি দেয়— মনে হয় যেন কোনও উপন্যাসের চরিত্র হয়ে ভেসে চলেছি প্রকৃতির বুকে।
advertisement
6/6
বল্লির বিল এখনো পর্যটনের দিক থেকে তেমন পরিচিত নয়, কিন্তু সম্ভাবনা অপরিসীম। অবকাশ যাপন, প্রকৃতি দর্শন কিংবা ফটোগ্রাফি— সবকিছুর জন্যই এই স্থান এক অসাধারণ পছন্দ হতে পারে। শহরের কোলাহল থেকে দূরে, নীরবতা ও প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে বল্লির বিল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ তালিকার প্রথম নাম।
বল্লির বিল এখনো পর্যটনের দিক থেকে তেমন পরিচিত নয়, কিন্তু সম্ভাবনা অপরিসীম। অবকাশ যাপন, প্রকৃতি দর্শন কিংবা ফটোগ্রাফি— সবকিছুর জন্যই এই স্থান এক অসাধারণ পছন্দ হতে পারে। শহরের কোলাহল থেকে দূরে, নীরবতা ও প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে বল্লির বিল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ তালিকার প্রথম নাম।
advertisement
advertisement
advertisement