Weekend Trip: কলকাতার একেবারে কাছেই 'মিনি ডাল লেক', একঘেয়েমি জীবন থেকে মিলবে মুক্তি, ঘুরে আসুন মোহময়ী বরতির বিল
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: কয়েক মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বিল যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস— যেখানে জল, আকাশ আর সবুজের মেলবন্ধন মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীকে
advertisement
বল্লির বিলের চারপাশে গড়ে উঠেছে শান্ত, মনোরম সব গ্রাম। পূর্বদিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই বিলের পথে যেতে গেলে চোখে পড়বে নদী, গাছ, পাখি আর প্রকৃতির অবাধ সৌন্দর্য। তেঁতুলিয়া দিক বা অন্য দিক— দু’দিক দিয়েই সহজে পৌঁছে যাওয়া যায় এই স্বর্গীয় জায়গায়। গুগলে শুধু ‘দবিলা’ লিখে সার্চ করলেই পথ নির্দেশ মিলবে। স্থানীয় মানুষরাও আন্তরিকভাবে সাহায্য করেন পথ চিনিয়ে দিতে। পথে যেতে যেতে নদীর মনোহর দৃশ্য যেন উপরি পাওনা।
advertisement
advertisement
advertisement
advertisement
বল্লির বিল এখনো পর্যটনের দিক থেকে তেমন পরিচিত নয়, কিন্তু সম্ভাবনা অপরিসীম। অবকাশ যাপন, প্রকৃতি দর্শন কিংবা ফটোগ্রাফি— সবকিছুর জন্যই এই স্থান এক অসাধারণ পছন্দ হতে পারে। শহরের কোলাহল থেকে দূরে, নীরবতা ও প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে বল্লির বিল হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ তালিকার প্রথম নাম।






