খাবার 'দ্বিতীয়বার' গরম করলে কী হয় জানেন...? চমকে যাবেন 'সত্যি' শুনলে! যা বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Health Tips: বর্তমান দ্রুত জীবনে সংসার ও কাজের জগৎ সামলাতে হিমশিম হাল প্রায় সবারই। একদিকে রান্না বান্না ঘর, অন্যদিকে কর্মজীবনের চাপ। সব সামলাতে গিয়েঅনেকেই এক বেলা রান্না করে রাখেন দুই বেলার ভাত।
advertisement
advertisement
advertisement
ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ ঘরের তাপমাত্রায় রাখা থাকলে 'ব্যাসিলাস সিরিয়াস' স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়। এর ফলে এ ভাত খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। খাদ্যে বিষক্রিয়ার জন্য ডায়রিয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
ব্রিটেনের ‘ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি’র গবেষণা অনুসারে ভাত রান্নার পর যদি দীর্ঘ সময় সাধারণ তাপমাত্রায় রাখা থাকে তাহলে ‘ব্যাসিলাস সিরিয়াস’ নামক এক প্রকার ব্যাক্টেরিয়া তৈরি হতে থাকে। ওই রেখে দেওয়া ভাত পুনরায় গরম করা হলেও ব্যাক্টেরিয়া নষ্ট হয় না। এটা খেলে ডায়রিয়া এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। তাই ভাত রান্না করে রেখে না দিয়ে বরং যখন খাওয়ার সময় হবে তার কিছুক্ষণ আগে রান্না করে নেওয়াই ভাল।
advertisement
advertisement
advertisement
advertisement