শেষ হচ্ছে না বৃষ্টির দাপট! কবে আসবে শীত? নভেম্বরেও চলবে বর্ষার ইনিংস? কী জানাল হাওয়া অফিস?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাংলায় যেন দুর্যোগ কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের প্রভাব। বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি। নভেম্বরেও খুব একটা শীতের আমেজ বুঝতে পারবেন না, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। শীতের জন্য ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে। আপাতত দুর্যোগের হাত থেকে রেহাই মিললেও, নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত — একের পর এক আবহাওয়ার পরিবর্তনে বিপর্যস্ত রাজ্যবাসী। অক্টোবরের পর নভেম্বরেও বৃষ্টি থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মাসেও শীতের আমেজ তেমন বুঝতে পাওয়া যাবে না, ডিসেম্বরের আগে ঠান্ডা নামার সম্ভাবনা খুবই কম।
advertisement
advertisement
এদিকে, ঘূর্ণিঝড় ‘মান্থার’ অবশিষ্ট অংশ বর্তমানে নিম্নচাপের আকারে ঝাড়খণ্ড-বিহারের দিকে এগোচ্ছে, যার প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে। যদিও আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সিস্টেম দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপের ইঙ্গিত মিলেছে।পূর্ব-মধ্য আরব সাগরেও একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গুজরাট উপকূলে অবস্থান করছে, তবে এর স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম। অন্যদিকে, হরিয়ানা ও রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর অসমেও সক্রিয় রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত।
advertisement
advertisement
