ICC Women's World Cup Final: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে দলে কি কোনও চমক দেবে ভারত, প্রোটিয়া ব্রিগেডকে বধে কোন ছক, কারা খেলবেন ফাইনালে

Last Updated:
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে বৃষ্টির সম্ভাবনা, পিচ দেখার পর থিঙ্কট্যাঙ্কের ঠিক কী প্ল্যানিং চলছে, বদল আসবে দলে নাকি উইনিং কম্বিনেশন ভাঙবে না ভারতীয় দল
1/10
: রবিবার মহিলা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায়৷ ২৫ বছর বাদে এক নতুন চ্যাম্পিয়ন পাবে৷ তাই নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে ঐতিহাসিক ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এর আগে এই দুটি দলের কোনও দলই কখনও ট্রফি জেতেনি- ফলে যারাই জিতুক তাদের কাছে এই সন্ধ্যা হতে চলেছে নতুন মাইলস্টোন৷
: রবিবার মহিলা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায়৷ ২৫ বছর বাদে এক নতুন চ্যাম্পিয়ন পাবে৷ তাই নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে ঐতিহাসিক ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এর আগে এই দুটি দলের কোনও দলই কখনও ট্রফি জেতেনি- ফলে যারাই জিতুক তাদের কাছে এই সন্ধ্যা হতে চলেছে নতুন মাইলস্টোন৷
advertisement
2/10
ভারতীয় পুরুষ ক্রিকেট দল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ফলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লেখে৷ ক্রিকেট খেলার সকল ক্ষেত্রে ভারতের বর্তমান আধিপত্যের সূচনা হিসেবে দেখা হয় সেই পারফরম্যান্সকেই৷  অন্যদিকে ২০১১ সালের বিশ্বকাপ জয়কে প্রায়শই বর্তমান জাতীয় দলের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়।
ভারতীয় পুরুষ ক্রিকেট দল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ফলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লেখে৷ ক্রিকেট খেলার সকল ক্ষেত্রে ভারতের বর্তমান আধিপত্যের সূচনা হিসেবে দেখা হয় সেই পারফরম্যান্সকেই৷  অন্যদিকে ২০১১ সালের বিশ্বকাপ জয়কে প্রায়শই বর্তমান জাতীয় দলের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়।
advertisement
3/10
২০১৭ সালে ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয়ের খুব কাছে এসে পৌঁছেছিল। কিন্তু ফাইনালে পৌঁছে তীরে এসে তরী ডুবেছিল৷ কিন্তু সেই দৌড় ভারতের মহিলা ক্রিকেটের জন্য এক বিরাট সাফল্য হিসেবে দলকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিল।
২০১৭ সালে ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয়ের খুব কাছে এসে পৌঁছেছিল। কিন্তু ফাইনালে পৌঁছে তীরে এসে তরী ডুবেছিল৷ কিন্তু সেই দৌড় ভারতের মহিলা ক্রিকেটের জন্য এক বিরাট সাফল্য হিসেবে দলকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিল।
advertisement
4/10
এবার, জেমিমা রদ্রিগেজের অবিস্মরণীয় ১২৭ রানের অপরাজিত রান এবং হরমনপ্রীতের ৮৯ রানের দুর্দান্ত পারফর্মেন্স ভারতকে সেমিফাইনালে রেকর্ড গড়ে জয় এনে দিয়েছে। এই ফলাফল ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন তুলেছে।
এবার, জেমিমা রদ্রিগেজের অবিস্মরণীয় ১২৭ রানের অপরাজিত রান এবং হরমনপ্রীতের ৮৯ রানের দুর্দান্ত পারফর্মেন্স ভারতকে সেমিফাইনালে রেকর্ড গড়ে জয় এনে দিয়েছে। এই ফলাফল ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন তুলেছে।
advertisement
5/10
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে কী তাহলে  দক্ষিণ আফ্রিকা ‘আন্ডারডগ’ - না মোটেও না তারা গোটা টুর্নামেন্ট অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছে৷  গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হওয়া থেকে শুরু করে একই ভেন্যুতে একই প্রতিপক্ষকে পরাজিত করা, এবং ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হওয়ার পর সেরে ওঠা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে কী তাহলে  দক্ষিণ আফ্রিকা ‘আন্ডারডগ’ - না মোটেও না তারা গোটা টুর্নামেন্ট অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছে৷  গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হওয়া থেকে শুরু করে একই ভেন্যুতে একই প্রতিপক্ষকে পরাজিত করা, এবং ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হওয়ার পর সেরে ওঠা।
advertisement
6/10
সেমিফাইনালের আগে ইন-ফর্ম ওপেনার প্রতীকা রাওয়াল চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান৷ চিন্তায় ছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ তাঁর জায়গায় ধামাকা প্লেয়ার শাফালি ভার্মাকে দলে ফিরিয়ে আনা হয়েছিল৷ শাফালির দলে আসায় বদলেছিল টিম কম্পোজিশন কিন্তু ভারতের জন্য একটি ঐতিহাসিক রাত হয়ে ওঠে৷
সেমিফাইনালের আগে ইন-ফর্ম ওপেনার প্রতীকা রাওয়াল চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান৷ চিন্তায় ছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ তাঁর জায়গায় ধামাকা প্লেয়ার শাফালি ভার্মাকে দলে ফিরিয়ে আনা হয়েছিল৷ শাফালির দলে আসায় বদলেছিল টিম কম্পোজিশন কিন্তু ভারতের জন্য একটি ঐতিহাসিক রাত হয়ে ওঠে৷
advertisement
7/10
রাওয়ালের অনুপস্থিতিতে ভারতের টপ অর্ডারের শাফালি ঢুকলেও নিজের প্রথম ম্যাচে ধামাকা করতে পারেননি৷  তবে, অস্ট্রেলিয়াকে হারানোর উইনিং স্কোয়াডে বদল আনতে চাইবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের৷ তবুও যদি শেষ পর্যন্ত থিঙ্কট্যাঙ্ক ভারতীয় দলে কোনও পরিবর্তন আনে তবে তা অবাকই করবে৷
রাওয়ালের অনুপস্থিতিতে ভারতের টপ অর্ডারের শাফালি ঢুকলেও নিজের প্রথম ম্যাচে ধামাকা করতে পারেননি৷  তবে, অস্ট্রেলিয়াকে হারানোর উইনিং স্কোয়াডে বদল আনতে চাইবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের৷ তবুও যদি শেষ পর্যন্ত থিঙ্কট্যাঙ্ক ভারতীয় দলে কোনও পরিবর্তন আনে তবে তা অবাকই করবে৷
advertisement
8/10
দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অভিজ্ঞ মারিজান ক্যাপ (২০৪ রান, ১২ উইকেট), নাদিন ডি ক্লার্ক (১৯০ রান, ৮ উইকেট), তাজমিন ব্রিটস (২১২ রান), ক্লোই ট্রায়ন (১৬৭ রান, ৫ উইকেট) এবং অধিনায়ক লরা ওলভার্ড (৪৭০ রান) সকলেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অভিজ্ঞ মারিজান ক্যাপ (২০৪ রান, ১২ উইকেট), নাদিন ডি ক্লার্ক (১৯০ রান, ৮ উইকেট), তাজমিন ব্রিটস (২১২ রান), ক্লোই ট্রায়ন (১৬৭ রান, ৫ উইকেট) এবং অধিনায়ক লরা ওলভার্ড (৪৭০ রান) সকলেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
advertisement
9/10
 IND vs SA- মহিলা বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য একাদশIND: শাফালি ভার্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), আমানজোত কউর (Amanjot Kaur), হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন) ( Harmanpreet Kaur), জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (উইকেটকিপার) (Richa Ghosh), রাধা যাদব ( Radha Yadav), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রী চরণি (Shree Charani), রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)৷
IND vs SA- মহিলা বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য একাদশIND: শাফালি ভার্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), আমানজোত কউর (Amanjot Kaur), হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন) ( Harmanpreet Kaur), জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (উইকেটকিপার) (Richa Ghosh), রাধা যাদব ( Radha Yadav), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রী চরণি (Shree Charani), রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)৷
advertisement
10/10
SA: লরা ওলভার্ড (সি), তাজমিন ব্রিটস, সুনে লুস, অ্যানেরি ডারকসেন, অ্যানেকে বোশ, মারিজান ক্যাপ, সিনালো জাফতা (ডব্লিউ), ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, ননকুলুলেকো ম্লাবা
SA: লরা ওলভার্ড (সি), তাজমিন ব্রিটস, সুনে লুস, অ্যানেরি ডারকসেন, অ্যানেকে বোশ, মারিজান ক্যাপ, সিনালো জাফতা (ডব্লিউ), ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, ননকুলুলেকো ম্লাবা
advertisement
advertisement
advertisement