Job Alert: পাহাড়ের কোলে কাজ করতে চান? বিপুল কর্মী নিয়োগ ন্যাবফিন্সে, আজই আবেদন করুন
- Reported by:Ricktik Bhattacharjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Job Alert: রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)–এর অধীনস্থ নাবার্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (ন্যাবফিন্স)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)–এর অধীনস্থ নাবার্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (ন্যাবফিন্স)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার ওয়েবসাইটে জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
advertisement
নিয়োগ করা হবে কাস্টোমার সার্ভিস অফিসার (Customer Service Officer – CSO) পদে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। যোগ্য প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে দার্জিলিং অঞ্চলে। নির্বাচিতদের মূল দায়িত্ব হবে নতুন গ্রাহক সংযোজন, ব্যবসার বিস্তার ঘটানো এবং নির্ধারিত সময়ে গ্রাহকদের কাছ থেকে কিস্তি সংগ্রহ করা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম PUC/10+2 পাশ হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে অর্থাৎ ফ্রেশাররাও আবেদনযোগ্য। তবে আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ব্যক্তিগত দুই চাকার যান থাকা বাধ্যতামূলক। বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছে ৩৩ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement







