SIR in Bengal: একে বিজেপি, দুইয়ে সিপিএম! SIR-এর জন্য কত জন এজেন্ট দিল তৃণমূল? অনীহায় চিন্তা কমিশনের

Last Updated:

নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়া শুরু হতে চললেও এখনও বুথ লেভেল এজেন্ট দেওয়া নিয়ে অনীহা রয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের৷

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু এসআইআর-এর কাজ৷
৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু এসআইআর-এর কাজ৷
আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মেলানোর কাজ শুরু হওয়ার কথা৷ বিএলও-দের সঙ্গে এই কাজে থাকার কথা বিএলএ টু অথবা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের৷
যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়া শুরু হতে চললেও এখনও বুথ লেভেল এজেন্ট দেওয়া নিয়ে অনীহা রয়েছে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের৷ গত ৩০ অক্টোবর পর্যন্ত কোনও রাজনৈতিক দলই মোট বুথের ১০ শতাংশ বুথ লেভেল এজেন্ট দিতে পারল না। বুথ লেভেল এজেন্ট দেওয়ার ক্ষেত্রে এখনও প্রথম স্থানে রয়েছে বিজেপি।
৩০ অক্টোবর পর্যন্ত ৭৯১২ জন বুথ লেভেন এজেন্টের নাম জমা দিয়েছে বিজেপি৷ দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম৷ তারা এখনও পর্যন্ত ৬১৭৫ জন বুথ লেভেল এজেন্টের নাম জমা দিয়েছে সিপিএম৷ এই দুই দলের পর তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ ৩০ অক্টোবর পর্যন্ত মাত্র ২৩৪৯ জন এজেন্টের নাম কমিশনে নথিভুক্ত করিয়েছে রাজ্যের শাসক দল৷ এ ছাড়াও কংগ্রেস ১২৫৫ জন এজেন্ট এবং ফরওয়ার্ড ব্লক ৬৪৯ জন এজেন্টের নাম জমা দিয়েছে৷
advertisement
advertisement
রাজ্যের তিনটি স্বীকৃত রাজনৈতিক দল এখনও পর্যন্ত কোনও বুথ লেভেল এজেন্টই দিতে পারেনি। আগামী ৪ঠা নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন গণনা ফর্ম নিয়ে। তার আগে একাধিক রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট না দেওয়ার অনীহা চিন্তা বাড়াচ্ছে কমিশনের।
নিয়ম অনুযায়ী, বিএলও-দের সঙ্গে বাধ্যতামূলক নয় বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের যাওয়া। তবে ভবিষ্যতে বিএলও-র কাজ নিয়ে যাতে কোন প্রশ্ন না তোলা হয়, সেই কারণেই রাজনৈতিক দলগুলিকে বলা হয় বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে বলে কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in Bengal: একে বিজেপি, দুইয়ে সিপিএম! SIR-এর জন্য কত জন এজেন্ট দিল তৃণমূল? অনীহায় চিন্তা কমিশনের
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement