Subhman Gill : শুভমান গিলের টি২০ কেরিয়ার কি শেষ! শেষ মুহূর্তের একটা 'কল' লন্ডভন্ড করে দিল সব, বিশ্বকাপ বাড়িতে বসে দেখবেন গিল
- Published by:Suman Majumder
Last Updated:
Agarkar selection committee Last minute call on Shubman gill: শুভমান গিল কি টি২০ আর খেলবেন না! টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর গিলের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেল এবার।
ভারতীয় ক্রিকেট দল টি20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকার নির্বাচন কমিটির সঙ্গে গভীর আলোচনা করেন। দল নির্বাচনের আগে জোর গুঞ্জন ছিল যে সহ-অধিনায়ক করা শুভমন গিল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অবশ্যই থাকবেন। নির্বাচকদের বৈঠকে অবশ্য এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। গিলকে ছাড়াই দল ঘোষণা করা হয়।
advertisement
নির্বাচন কমিটি বড় সিদ্ধান্ত নিয়ে শুভমন গিলকে দল থেকে বাদ দিয়েছে। আর নির্বাচকদের এমন সিদ্ধান্ত অনেককেই অবাক করে দিয়েছে। তিনি সেই ভারতীয় দলেরই তারকা, যাকে এখন পর্যন্ত তিনটি ফরম্যাটেই ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তুলে ধরা হচ্ছিল। এই সিদ্ধান্তটি সেই আস্থার সম্পূর্ণ বিপরীতে। এতদিন তরুণ এই খেলোয়াড়ের ওপর আস্থা দেখানো হয়েছিল বোর্ডের তরফে। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে গিলকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা মনে করা হচ্ছিল।
advertisement
একটি কঠিন সিদ্ধান্তে বদলে গেল দলের চেহারা। নির্বাচকদের নেওয়া একটি টাফ কল পুরো টি-টোয়েন্টি দলের রূপই বদলে দিয়েছে। উইকেটকিপার ওপেনার থাকায় একজন অতিরিক্ত খেলোয়াড় দলে নেওয়া সম্ভব হয়েছে। নির্বাচকরা অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের পর তৃতীয় ওপেনার হিসেবে ঈশান কিষানকে বেছে নিয়েছেন। দু’জনই তাঁদের অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। নির্বাচকরা আক্রমণাত্মক ব্যাটসম্যানদের ওপর ভরসা রাখেন। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের ভাবনার সঙ্গে এটা মানানসই বলে মনে করা হচ্ছে। এই ভাবনায় কিষাণ পুরোপুরি মানানসই এবং নির্বাচকদের মতে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
advertisement
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাস্টার প্ল্যান কী? আগরকার বলেন, “এটা ফর্মের বিষয় নয়, শুধু কম্বিনেশনের ব্যাপার। আমরা ওপেনিংয়ে একজন উইকেটকিপার চেয়েছিলাম। পরে আমরা রিঙ্কু সিং বা ওয়াশিংটন সুন্দর-এর মতো খেলোয়াড়দেরও খেলাতে চাইছিলাম। তাই একজন অতিরিক্ত উইকেটকিপারকে উপরের দিকে রাখা হয়েছে। গিল অসাধারণ খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে দলকে ব্যাকআপ হিসেবে একজন উইকেটকিপারের প্রয়োজন, যাতে আমাদের কাছে দু-তিনটি ভাল কম্বিনেশন থাকে, যা আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।”








