Health Tips: ছোলা ভেজানো জল ফেলে দিচ্ছেন? বড় ভুল! সুগার থেকে ওজন কমানো, আর যা যা কাজে আসে এই জল
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়া খুব উপকারী। শক্তিবর্ধক হিসাবে কাজ করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজমশক্তি বাড়ায়। কিন্তু ছোলা ভেজানো জলও কী শরীরের জন্য উপকারী?
advertisement
কাঁচা ছোলা ভেজানো জলের উপকারিতা--কাঁচা ছোলা ভেজানো জলে দ্বিগুণ পুষ্টি রয়েছে। প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। যা শরীরে সতেজতা এবং শক্তি যোগায়। ভেজানো ছোলা হজমশক্তি বাড়ায়। ছোলা ভেজানো জলে থাকা এনজাইম ও ফাইবার হজমে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পেট পরিস্কার রাখে এবং পাচনতন্ত্রকে শক্তিশালী রাখে।
advertisement
advertisement
advertisement
ছোলা ভেজানো জলের অপকারিতা-- কাঁচা ছোলায় ফাইবার এবং কার্বোহাইড্রেট অনেক বেশি পরিমাণে থাকে। তাই অতিরিক্ত ছোলা ভেজানো জল পান করলে গ্যাস ও বদহজম হতে পারে। ছোলায় অক্সালেট পাওয়া যায়, যা শরীরের ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হলে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিডনির সমস্যায় ছোলা ভেজানো জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেকের ছোলা খেলে অ্যালার্জি হয়। ছোলা ভেজানো জল থেকেও এমনটা হতে পারে।
advertisement
আয়ুর্বেদিক চিকিৎসক রাজেশ পাঠক বলেন, একমুঠো কাঁচা ছোলা সারারাত জলে ভিজিয়ে রাখার পর সকালে পান করার সময় ছেঁকে নেওয়া উচিত। চাইলে তাতে সামান্য নুন ও লেবুও মিশিয়ে নেওয়া যায়। এতে স্বাদ বেড়ে যাবে। তবে ছোলা বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা উচিত নয়, তাহলে পুষ্টিগুণ কমে যাবে। প্রতিদিন একগ্লাস ছোলা ভেজানো জল পান করলে শরীর পর্যাপ্ত শক্তি পাবে। হজম শক্তিও বাড়বে।