Traditional Durga Puja 2025: দশমীতে দশভুজার ভোগে পান্তাভাত, আন্দুলের এই বনেদি দুর্গাপুজো প্রাচীন দেড় শতকের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Traditional Durga Puja 2025:মহিয়ারী ভট্টাচার্য বাড়ির প্রাচীন দুর্গাপুজো, সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভিন্ন মাছ সহ ভোগ, বিজয় দশমীতে পান্তা এই বাড়ির পুজোর অন্যতম রীতি
রাকেশ মাইতি, হাওড়া : প্রাচীন শহর হাওড়া, গঙ্গাতীরের শহর হাওড়ায় এমন কিছু পুরনো বাড়ি আছে, যেখানে শতকের পর শতক একই প্রথা ও রীতিনীতি মেনে দুর্গাপুজো হয়ে আসছে। তেমনি হাওড়ার মহিয়ারী ভট্টাচার্য বাড়ির দেড় শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। জমিদার কুন্ডু চৌধুরী বাড়ির ভট্টাচার্যদের পুজো এটি। কুন্ডু চৌধুরীরা তাদের বাড়ির দুর্গাপুজোর জন্য ভাটপাড়া থেকে ভট্টাচার্যদের নিয়ে এসে জমি দান করেন।
১৮৭৫ সালে মহিয়ারী ভট্টাচার্য বাড়ির পুজোর সূচনা হয়। সে সময় ভট্টাচার্য বাড়ির পুজো মানে বেশ আকর্ষণীয়। এই পুজোকে কেন্দ্র করে পুরনো বেশকিছু রীতি বর্তমান সময়েও চালু রয়েছে। প্রতিপদ থেকে ঘট স্থাপন ও চণ্ডীপাঠ শুরু হয়। সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিন তিন রকম মাছের আমিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। এবং দশমীর দিন পান্তাভাতের ভোগ নিবেদন করা হয় মাকে। প্রাচীন সে রীতি আজও অক্ষত মহিয়ারী ভট্টাচার্য বাড়িতে।
advertisement
হাওড়ার আন্দুল আলামপুর-হাওড়া রাজ্য সড়ক থেকে সামান্য দূরেই কুণ্ডু চৌধুরীদের বিশাল জমিদার বাড়ি। জায়গাটার নাম মহিয়ারী। আর এই কুন্ডু চৌধুরী জমিদার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরত্বে ভট্টাচার্য বাড়ি। প্রায় দেড়শো বছরের পুরনো রীতি মেনে আজও দেবী দুর্গার আরাধনা হয় এখানে। পুজোর বেশ কিছুদিন আগে থেকেই এই বনেদি বাড়িতে পুজোর তোড়জোড় শুরু হয়। জন্মাষ্টমীতে হয় প্রতিমা তৈরির কাঠামো পুজো।
advertisement
advertisement
আরও পড়ুন : দশভুজার অন্নভোগে থাকতেই হবে মোচার বড়া, রানি ভবানীর সময়কার দুর্গাপুজোর বয়স পেরিয়েছে ৫ শতক
প্রাচীন এই পুজোতে প্রভাব পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। পরিবারে অর্থনৈতিক টানাপড়েনের কারণে, সে সময় প্রতিমা পুজো বন্ধ হয়ে নিয়মরক্ষায় ঘটপুজো অনুষ্ঠিত হত। এরপর ১৯৬৪ সাল থেকে পুনরায় প্রতিমা পুজোর চল শুরু হয় মহিয়ারী ভট্টাচার্য বাড়িতে। মহিয়ারী এলাকার দুর্গাপুজোর বিসর্জনেও বিশেষ রীতি দেখা যায়। এলাকার প্রথম প্রতিমা বিসর্জন হবে ভট্টাচার্য বাড়ির পুজোর। হাওড়ার এই ব্যানার্জি পরিবার একটি বনেদি পরিবার। এই বাড়ির দুর্গাপুজো তাঁদের বংশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 12:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja 2025: দশমীতে দশভুজার ভোগে পান্তাভাত, আন্দুলের এই বনেদি দুর্গাপুজো প্রাচীন দেড় শতকের