Durga Puja 2025: চার ধামের দর্শন মিলবে এবার বীরভূমে! জানেন কোথায়?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Durga Puja 2025: পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে আনুমানিক প্রায় ১৫লক্ষ টাকা খরচ করে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের আদলে মণ্ডপসজ্জা হচ্ছে। জেলায় এই প্রথম পুজোর থিমে চার ধামকে তুলে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
চার ধাম যাত্রা। তবে মনের মধ্যে ইচ্ছে থাকলেও সাধ্যে কুলোয় না অনেকের। আর সেই কারণে ৫১তম বর্ষের দুর্গাপুজোয় পবিত্র চার ধামকেই তুলে আনছে নলহাটির বাউটিয়া শিবতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে আনুমানিক প্রায় ১৫লক্ষ টাকা খরচ করে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের আদলে মণ্ডপসজ্জা হচ্ছে। জেলায় এই প্রথম পুজোর থিমে চার ধামকে তুলে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
পবিত্র এই চার ধামের মধ্যে যমুনোত্রী যমুনা নদীর উৎসস্থল। পবিত্র পুরাণ মতে, যমরাজের বোন হলেন যমুনা। ভাইফোঁটার সময় যমরাজ বোনকে প্রতিশ্রুতি দেন, যে ব্যক্তি যমুনা নদীতে ডুব দিয়ে স্নান করবে, তাঁকে কোনওদিন যমলোকে যেতে হবে না। তাঁর পরিত্রাণ হবে। একারণেই দেবী যমুনা ওই স্থানে পুজিতা হয়ে থাকেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
চারটি ধামের মধ্যে দ্বিতীয় গঙ্গোত্রী। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, রাজা ভগীরথ এই পবিত্র জায়গাতেই দীর্ঘ সময় ধরে ধ্যানমগ্ন ছিলেন। ভক্তদের বিশ্বাস গঙ্গোত্রীর উৎসে একবার স্নান করতে পারলে জীবনের সব পাপ ধুয়ে যায়। ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি হল কেদারনাথ। শিবভক্তদের জন্য যে স্থান অত্যন্ত পবিত্র। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত এই কেদারনাথ মন্দির দর্শনের জন্য ছুটে যান। আর পাশাপাশি চার ধাম যাত্রার শেষ ধাম হল বদ্রীনাথ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
পুজো কমিটির তরফ থেকে জানা গিয়েছে মণ্ডপে প্রতিটি ধামের স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস ও আধ্যাত্মিক পরিবেশ তুলে ধরা হবে। সবুজেঘেরা কৃত্রিম পাহাড় তৈরি হচ্ছে। পুরো থিম তৈরি করছেন স্থানীয় শিল্পী অসীম ফুলমালী। মণ্ডপে চার ধামের দেবদেবীর আদলে তৈরি মূর্তি থাকবে। মা উমার প্রতিমা তৈরি করছেন নলহাটির সিমলান্দী গ্রামের মৃৎশিল্পী বলরাম দাস।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এই পুজোয় পাড়ার মহিলা থেকে শুরু করে পুরুষেরা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সমস্ত নিয়ম পালন করেন। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একাদশীতে শোভাযাত্রা সহ গ্রাম প্রদক্ষিণের পর দেবীপ্রতিমা নিরঞ্জন হয়। তাই এবার যদি আপনার চারধাম দর্শন করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারেন বীরভূমের নলহাটির এই জায়গায়।ছবি ও তথ্য: সৌভিক রায়
