Durga Puja 2025: এক নজরে দেখে নিন আসানসোল শহরের সেরা ছ'টি পুজোর তথ্য!
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Durga Puja 2025: এক নজরে হাতের কাছে পেয়ে যাবেন আসানসোলের সেরা ছয়টি পুজো মণ্ডপের তথ্য। কোনটা আগে এবং কোনটা পরে যাবেন বেছে নিন আপনি।
আসানসোল শহরের মধ্যে বিগ বাজেটের পুজো হচ্ছে ধেমোমেইন কোলিয়ারি পুজো। এবারে তাদের ৫৫ তম বর্ষ। প্রায় ৫০ লক্ষ টাকা বাজেটে দিল্লির অক্ষর ধামের আদলে পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে। এছাড়াও মন্ডপের ভিতরে থাকবে কেদারনাথ মন্দিরের সিন পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জন করতে চন্দননগরের আলো দিয়ে সম্প্রীতি অপারেশন সিঁদুরের বিভিন্ন কার্যকলাপ ফুটিয়ে তোলা হবে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাঁচগেছিয়া গান্ধীনগর এলাকার মহিলা দ্বারা পরিচালিত এই পুজো। এই পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করছে। পুজোর যাবতীয় কাজ হিসাব-নিকাশ থেকে শুরু করে চাঁদা তোলা এবং পুজোর যাবতীয় কাজ এখানে মহিলারা করে থাকেন এবারে তাদের ভাবনা বেনারসের আদলে গঙ্গা আরতি ও গঙ্গাধারা নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মন্ডপ। থাকবে চন্দননগর এর বিখ্যাত আলোকসজ্জা। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)







