Suvendu Adhikari: কতদূর এগোল প্রস্তুতি, বুঝতেই সল্টলেক বিজেপি দফতরে বৈঠকে শুভেন্দু
- Published by:Salmali Das
- Reported by:Susmita Mondal
Last Updated:
Suvendu Adhikari: ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বিএলএ-২দের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই সব কাজ কতদূর এগোল তা নিয়ে আজ বৈঠক। কমিটিতে রয়েছেন শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুনীপ দাস, অরিজিৎ বক্সী, সোমনাথ চট্টোপাধ্যায়রা।
কলকাতাঃ SIR নিয়ে দল কতটা প্রস্তুত। কতদূর এগল প্রস্তুতি, বুঝতেই মঙ্গলবার সকালে সল্টলেক দফতরে বৈঠকে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অলিখিতভাবে SIR ও ভোটার তালিকা নিয়ে দলীয় নেতা কর্মীদের পাঠ দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বিএলএ-২দের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই সব কাজ কতদূর এগোল তা নিয়ে আজ বৈঠক। কমিটিতে রয়েছেন শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুনীপ দাস, অরিজিৎ বক্সী, সোমনাথ চট্টোপাধ্যায়রা। গত ৩০ অগাস্ট এই বৈঠক হয়েছিল, এরপর এদিনের বৈঠক।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অক্টোবরেই শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। সূত্রের খবর, বিজেপি ৭০ হাজারের মতো বুথ লেভেল এজেন্ট তৈরি করতে চাইছে। এই গোটা বিষয়টি জেলা রাজ্য ও কেন্দ্রীয় নেতারা দেখবেন বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী দলের পক্ষ থেকে দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশ। বিহারের পর এবার সারা দেশেই SIR চালু করার পথে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার বিএলও অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। সূত্রের খবর, আরও বেশি সংখ্যক বিএলও বাড়াতে চায় বিজেপি।
advertisement
advertisement
ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুলিকে যেমন বিজেপি তার লড়াইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করবেই তার পাশাপাশি এসআইআর ইস্যুও রাজ্যের ভোট অংকের ক্ষেত্রে বিজেপির কাছে অন্যতম হাতিয়ার বলেই মনে করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 11:35 PM IST