IND vs AUS: হর্ষিত রানার আগুনে স্পেল! তৃতীয় ম্যাচে ২৩৬-এ অলআউট অস্ট্রেলিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 3rd ODI: সিরিজ হাতছাড়া আগেই হয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছে ভারতীয় দল। শেষ ম্যাচে ছন্দে ফিরল ভারতীয় বোলিং অ্যাটাক।
সিরিজ হাতছাড়া আগেই হয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছে ভারতীয় দল। শেষ ম্যাচে ছন্দে ফিরল ভারতীয় বোলিং অ্যাটাক। টস হারলেও বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে অসআউট করল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন হর্ষিত রানা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে শুরুটা ভালই করেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ৬১ রানের পার্টনারশিপ করেন দুই অজি ওপেনার। কিন্তু এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্যাগি গ্রিনরা। মাঝে অ্যালেক্স ক্যারে ও ম্যাট রেনশ-র ৫৯ রানের পার্টনারশিপ ছাড়া আরও কোনও জুটি সেভাব গড়ে ওঠেনি। এদিন অজি ব্যাটিং লাইনের বেশিরভাগ ব্যাটারই সেট হয়েও বড় স্কোর করতে ব্যর্থ হন।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ ৫৬ রানে ইনিংস খেলেন ম্যাট রেনশ। এছাড়া ৪১ রান করেন অধিনায়ক মিচেল মার্শ। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষিত রানা সিডনিতে তার সমালোচকদের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিয়ে একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া সকল ভারতীয় বোলাররাই এদিন উইকেটের মুখ দেখেছে। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাটিংও করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ২৩৬ রানে শেষ হয় ইনিংস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 1:01 PM IST

