বিশ্বকর্মা পুজোর আগে বিপদে ব্যবসায়ী-শিল্পীরা! প্রতিমা সাজিয়ে রাখলেও ক্রেতার দেখা নেই, শহরে কী হল?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Rain Before Vishwakarma Puja: ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতার দেখা পাচ্ছেন না। কেউ দোকানের চারপাশে প্লাস্টিক টাঙিয়ে প্রতিমা বাঁচানোর চেষ্টা করছেন, কেউ ভ্যানের ভিতর প্রতিমা গুঁজে রেখেছেন। কোথাও আবার মা-ছেলে মিলে ভিজে দোকান ঢেকে রাখার মরিয়া লড়াই করছেন
<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ</strong> বিশ্বকর্মা পুজোর আগের দিন মানেই শহরের রাস্তাঘাট থেকে প্রতিমার বাজার জমজমাট। দোকানে দোকানে প্রতিমা সাজানো থাকে। ক্রেতারা ভিড় জমিয়ে দরদাম করেন। সেই ব্যস্ততায় জমে ওঠে উৎসবের আমেজ। কিন্তু এই বছর সেই ছবি একেবারেই উধাও। সকাল থেকে টানা বৃষ্টি শিলিগুড়িকে হাঁটুজলে ভাসিয়ে দিয়েছে। তাতেই কার্যত ধ্বংসের মুখে পড়েছে প্রতিমা ব্যবসা।
advertisement
শহরের বিধান রোড, হাসপাতাল রোড, শিবমন্দির বাজার- যেখানেই চোখ যায় সারি সারি বিশ্বকর্মা। কিন্তু ক্রেতার ভিড় নেই, প্লাস্টিকের আচ্ছাদনে ঢাকা সব প্রতিমা। মৃৎশিল্পীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ক্রেতার দেখা পাচ্ছেন না। কেউ দোকানের চারপাশে প্লাস্টিক টাঙিয়ে প্রতিমা বাঁচানোর চেষ্টা করছেন, কেউ আবার ভ্যানের ভিতর প্রতিমা গুঁজে রেখেছেন। কোথাও আবার মা-ছেলে মিলে ভিজে দোকান ঢেকে রাখার মরিয়া লড়াই করছেন। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
মৃৎশিল্পীদের মতে, বছরের অন্য সময়ে প্রতিমা বিক্রি তেমন হয় না। উৎসবের ঠিক আগে এই কয়েকটি দিনই তাঁদের রোজগারের প্রধান ভরসা। তাই এই মুহূর্তের ক্ষতি তাঁরা কোনওভাবেই সামলাতে পারবেন না। প্রতিমা ব্যবসায়ী সুজন পাল বলেন, 'বৃষ্টি না থামলে বাজার একেবারেই মাটি হবে। এই দিনগুলি জীবিকার একমাত্র ভরসা। তবুও আশা করছি রাতে যদি আবহাওয়া পরিষ্কার হয় তবে কিছুটা বিক্রি হতে পারে'। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
