AC Maintenance Tips: ঘরে এসি ব্যবহারের ক্ষেত্রে এই ভুলগুলি করছেন না তো? অধিকাংশ মানুষ জানেনই না

Last Updated:
AC Maintenance Tips: এসি ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে ফেলি। আর দীর্ঘ সময় ধরে করা এই ভুলগুলির জন্য এসি-র আয়ুও কমতে শুরু করে। শেষ পর্যন্ত তা অব্যবহারযোগ্য হয়ে পড়ে। জেনে নেওয়া যাক, এই ভুলগুলির বিষয়েই।
1/6
তাপপ্রবাহ কমার কোনও লক্ষণই নেই। ফলে এই মুহূর্তে একটা ঝড়-বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে রয়েছে মানুষ। কিন্তু চাইলেই তো আর পাওয়া যাবে না! এই গরম থেকে তাই রেহাই দিতে পারে এয়ার কন্ডিশনার বা এসি-র ঠান্ডা হাওয়াই। তবে এসি ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে ফেলি। আর দীর্ঘ সময় ধরে করা এই ভুলগুলির জন্য এসি-র আয়ুও কমতে শুরু করে। শেষ পর্যন্ত তা অব্যবহারযোগ্য হয়ে পড়ে। জেনে নেওয়া যাক, এই ভুলগুলির বিষয়েই।
তাপপ্রবাহ কমার কোনও লক্ষণই নেই। ফলে এই মুহূর্তে একটা ঝড়-বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে রয়েছে মানুষ। কিন্তু চাইলেই তো আর পাওয়া যাবে না! এই গরম থেকে তাই রেহাই দিতে পারে এয়ার কন্ডিশনার বা এসি-র ঠান্ডা হাওয়াই। তবে এসি ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে ফেলি। আর দীর্ঘ সময় ধরে করা এই ভুলগুলির জন্য এসি-র আয়ুও কমতে শুরু করে। শেষ পর্যন্ত তা অব্যবহারযোগ্য হয়ে পড়ে। জেনে নেওয়া যাক, এই ভুলগুলির বিষয়েই।
advertisement
2/6
এসি-র ফিল্টার পরিষ্কার না করা: অনেকেই এসি-র ফিল্টার দীর্ঘ দিন পরিষ্কার করেন না। এমন পরিস্থিতিতে ফিল্টারে ধুলো-ময়লা জমে এসি-র বাতাসের প্রবাহ কমে যায়। এতে ঘর ঠান্ডা করার ক্ষেত্রে এসি কম্প্রেসারের উপর লোড বেড়ে যায় এবং ঘরটিও ঠিক মতো ঠান্ডা হয় না। সময় মতো ফিল্টার পরিষ্কার না করা হলে কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য প্রতি মরশুমে অন্তত এক বার ফিল্টার পরিষ্কার করা উচিত।
এসি-র ফিল্টার পরিষ্কার না করা: অনেকেই এসি-র ফিল্টার দীর্ঘ দিন পরিষ্কার করেন না। এমন পরিস্থিতিতে ফিল্টারে ধুলো-ময়লা জমে এসি-র বাতাসের প্রবাহ কমে যায়। এতে ঘর ঠান্ডা করার ক্ষেত্রে এসি কম্প্রেসারের উপর লোড বেড়ে যায় এবং ঘরটিও ঠিক মতো ঠান্ডা হয় না। সময় মতো ফিল্টার পরিষ্কার না করা হলে কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য প্রতি মরশুমে অন্তত এক বার ফিল্টার পরিষ্কার করা উচিত।
advertisement
3/6
 কম তাপমাত্রার অত্যধিক ব্যবহার: অনেকেই আছেন, যাঁরা গরমের হাত থেকে তাৎক্ষণিক স্বস্তি পেতে সর্বনিম্ন তাপমাত্রার সেটিং-এ এসি চালান। এতেও কম্প্রেসারের উপর হঠাৎ করে চাপ পড়ে। দীর্ঘ সময় ধরে এটি করলে এসি-র ঠান্ডা করার ক্ষমতা কমে যায়।
কম তাপমাত্রার অত্যধিক ব্যবহার: অনেকেই আছেন, যাঁরা গরমের হাত থেকে তাৎক্ষণিক স্বস্তি পেতে সর্বনিম্ন তাপমাত্রার সেটিং-এ এসি চালান। এতেও কম্প্রেসারের উপর হঠাৎ করে চাপ পড়ে। দীর্ঘ সময় ধরে এটি করলে এসি-র ঠান্ডা করার ক্ষমতা কমে যায়।
advertisement
4/6
 এসি সব সময় অন রাখা: অনেকেই ঘর থেকে বেরোনোর সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করেন না। এমনকী এসি-ও বন্ধ করে না। আসলে এসি যাতে সঠিক ভাবে কাজ করতে পারে, তার জন্য এটিকে কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন। এতে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।
এসি সব সময় অন রাখা: অনেকেই ঘর থেকে বেরোনোর সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করেন না। এমনকী এসি-ও বন্ধ করে না। আসলে এসি যাতে সঠিক ভাবে কাজ করতে পারে, তার জন্য এটিকে কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন। এতে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে।
advertisement
5/6
 জানালা-দরজা খোলা রাখা: এসি চালানোর সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখা উচিত। দরজা কিংবা জানলা খোলা থাকলে এসি-র বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে এবং ঠান্ডা ভাবটাও থাকে না। ফলে এসি-র লোডও বাড়ে এবং ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়।
জানালা-দরজা খোলা রাখা: এসি চালানোর সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখা উচিত। দরজা কিংবা জানলা খোলা থাকলে এসি-র বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে এবং ঠান্ডা ভাবটাও থাকে না। ফলে এসি-র লোডও বাড়ে এবং ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়।
advertisement
6/6
সিলিং ফ্যান ব্যবহার না করা: অনেকেই এসি অন করলে সিলিং ফ্যান অন করেন না। যদি ফ্যান এবং এসি দুটোই একসঙ্গে ব্যবহার করা হয়, তাহলে এসির ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোণায় পৌঁছে যায়। ফলে এসি-তে বেশি লোড পড়ে না এবং এসির কম্প্রেসার অনেক দিন পর্যন্ত ভাল থাকে।
সিলিং ফ্যান ব্যবহার না করা: অনেকেই এসি অন করলে সিলিং ফ্যান অন করেন না। যদি ফ্যান এবং এসি দুটোই একসঙ্গে ব্যবহার করা হয়, তাহলে এসির ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোণায় পৌঁছে যায়। ফলে এসি-তে বেশি লোড পড়ে না এবং এসির কম্প্রেসার অনেক দিন পর্যন্ত ভাল থাকে।
advertisement
advertisement
advertisement